ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিসিবি নির্বাচন

নিজের কমিটির পরিচালকদের নিয়েই প্যানেল ঘোষণা করেছেন পাপন

প্রকাশিত: ০৫:০৮, ২১ অক্টোবর ২০১৭

নিজের কমিটির পরিচালকদের নিয়েই প্যানেল ঘোষণা করেছেন পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৩১ অক্টোবর। এর আগে শুক্রবার ছিল মনোনয়নপত্র কেনার দিন। দিনটিতে ১৭ অক্টোবর বিসিবির সাবেক সভাপতি হয়ে যাওয়া নাজমুল হাসান পাপন মনোনয়নপত্র কিনেছেন। সেই সঙ্গে বিসিবিতে গত চার বছরে যারা ছিলেন তারাও একই পথের পথিক হয়েছেন। মনোনয়নপত্র কেনার পর তাদের নিয়েই প্যানেল ঘোষণা করেছেন পাপন। বিসিবিতে গত চার বছরে যারা পাপনের কমিটিতে ছিলেন তাদের নিয়েই এগিয়ে যেতে চান পাপন। নিশ্চিতভাবেই এটাও বলা যায়, তারাই আবার বিসিবিতে আসছেন। পাপন এ্যান্ড গংদের প্রতিপক্ষ যে নেই। শুক্রবার মনোনয়নপত্র কেনার পর ২৪ অক্টোবর তা দাখিল করতে হবে। পরেরদিন মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৮ অক্টোবর আপীল গ্রহণ ও শুনানি হবে। পরেরদিন মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন নির্বাচনী তফসিলে ধার্য করা আছে। ৩১ অক্টোবর হবে নির্বাচন। ১ নবেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২ এবং সংশ্লিষ্ট অফিসসমূহের নোটিস বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। কোন নাটকীয়তা না দেখা গেলে ১৭ অক্টোবর যারা বিসিবির দায়িত্ব ছেড়েছেন তারাই আবার বিসিবির পরিচালক পদে বসবেন। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির গত পরিচালনা পর্ষদে ছিলেন আজম নাছির উদ্দিন, মাহবুবুল আনাম, নাঈমুর রহমান দুর্জয়, মঞ্জুর কাদের, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, আফজালুর রহমান সিনহা, আহমেদ ইকবাল হাসান, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, গাজী গোলাম মর্তুজা, হানিফ ভুঁইয়া, তানজিল চৌধুরী, প্রয়াত নাজমুল করিম টিংকু, নজিব আহমেদ, সৈকত আজিজ রাসেল, খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, কাজী ইনাম আহমেদ, শেখ সোহেল, সাইফুল আলম স্বপন, এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী ভুলু ও শফিউল আলম চৌধুরী।
×