ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুপার ফোরের সুপার লড়াই শুরু, মালয়েশিয়া ৩-২ পাকিস্তান

পাকিস্তানকে হারিয়ে চমক অব্যাহত মালয়েশিয়ার

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ অক্টোবর ২০১৭

পাকিস্তানকে হারিয়ে চমক অব্যাহত মালয়েশিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের খেলা শুরু হয়েছে। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মালয়েশিয়া তীব্র লড়াই করে হারিয়েছে এ আসরের তিনবারের শিরোপাধারী পাকিস্তানকে। ম্যাচের স্কোরলাইন ছিল ৩-২। পাকিস্তানের জন্য এ হার ছিল আক্ষেপের, কেননা খেলায় প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল তারাই। ম্যাচের বয়স তখন ২২ সেকেন্ড মাত্র। অধিনায়ক মোহাম্মদ ইরফানের পুশ থেকে ওমর ভুট্টোর রিভার্স হিটে চলতি এশিয়া কাপের দ্রুততম গোলটি গ্যালারি তো বটেই, প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকরাও ঠিকমতো বুঝে উঠতে পারেননি (১-০)। গোল হজম করে পাল্টা আক্রমণ শানাতে থাকে মালয়েশিয়া। ৭ মিনিটে মুতালিব শুকরির রিভার্স হিট বারের বাইরে চলে যায়। পরের মিনিটেই হোসেন আরজির পুশ থেকে কানেক্ট করতে পারেননি মালয়বাহিনীর ফয়জাল। ১০ মিনিটে দ্বিতীয় পিসি পায় মালয়েশিয়া। রহিম রাজির ড্রাগ এ্যান্ড পুশে স্বস্তির সমতায় ফেরে তারা (১-১)। ১৯ মিনিটে ফ্রি হিট থেকে ইয়াকুব মোহাম্মদ কানেক্ট করলে আবারও এগিয়ে যায় পাকিস্তান (২-১)। ২১ মিনিটে পিসি পায় পাকিস্তান। রহিমকে এগিয়ে এসে তাসওয়ার আব্বাসের বাধায় মিস হয় তাদের গোল প্রচেষ্টা। ২৫ মিনিটে আবারও সমতা আনে মালয়েশিয়া। শাহরিল সাবাহর দুর্দান্ত কানেক্টে স্কোরলাইন হয় ২-২। ২৭ মিনিটে আবারও সঙ্ঘবদ্ধ আক্রমণ করে মালয়েশিয়া। রজিম রাজির হিট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বলে ফয়জাল কানেক্ট করতে ব্যর্থ হন। ৩৪ মিনিটে হাজিককে পাকি গোলরক্ষক অবৈধভাবে বাধা দেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ফিতরি সারি। আবারও লিড নেয় মালয়রা (৩-২)। ৩৫ মিনিটে পাকিস্তানের আলী শানের হিট ঠেকিয়ে দেন মালয়েশিয়ার রক্ষণভাগের জলিল মারহান। ৩৮ মিনিটে তৃতীয় পিসি পায় পাকিস্তান। ইরফান থেকে ওয়াকাসের মিস। ৪০ মিনিটে মালয়েশিয়ার শাহরিল একাই কয়েকজনকে কাটিয়ে রিভার্স হিট নিলে বারের বাইরে দিয়ে যায়। ৪১ মিনিটে পাল্টা আক্রমণে পাকিস্তানের এজাজ আহমেদের পুশ ধরতে ব্যর্থ হন আতিক মোহাম্মদ। ৪২ মিনিটে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান বিপদসীমানায় ঢুকে পাস দিলে ধরতে পারেনি শান। ৪৭ মিনিটে মালয়েশিয়ার ফয়জাল সারি ফাঁকায় বল পেয়ে আগুয়ান কীপারকে ডজ দিয়ে গোল করতে ব্যর্থ। শেষ কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণেই খেলে উভয় দল। কিন্তু গোলের দেখা পায়নি কেউ। ৩-২ গোলের জয়ে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।
×