ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিএসইর শরীয়াহ সূচক পুনঃনির্ধারণ

প্রকাশিত: ০৫:০৪, ১৯ অক্টোবর ২০১৭

সিএসইর শরীয়াহ সূচক পুনঃনির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শরীয়াহ সূচক পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত শরীয়াহ সূচকের কোম্পানিগুলো আগামী ২৯ অক্টোবর থেকে তাদের কার্যক্রম শুরু করবে। সিএসইর পুনঃনির্ধারিত শরীয়াহ সূচকের কোম্পানিগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি, এসিআই ফর্মূলেশন, এ্যাকটিভ ফাইন, এএফসি এগ্রো, আফতাব অটো, অগ্নি সিস্টেমস, অলটেক্স, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, এপোলো ইস্পাত, আরামিট, আরামিট সিমেন্ট, আরগন ডেনিমস, বঙ্গজ, বারাকা পাওয়ার, বাটা সু, বিবিএস, বিডি ল্যাম্পস, বিডি থাই, বিডি ওয়েল্ডিং, বেঙ্গল উইন্ডসোর, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বিএসসিসিএল, বেক্সিমকো সিনথেটিক, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ডাইং, ড্যাফোডিল কম্পিউটার, ডেল্টা স্পিনিং, ডেসকো, দেশবন্ধু, ডোরিন পাওয়ার, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন হাউজিং, এক্সিম ব্যাংক, ফ্যামিলিটেক্স, ফার কেমিক্যাল, ফারইস্ট ইসলামী লাইফ, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেস্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, জিপি, হাক্কানি পাল্প, হাইডেলবার্গ সিমেন্ট, হামিদ ফেব্রিক্স, হা-ওয়েল টেক্সটাইল, ইবনে সিনা, ইফাদ অটোস, ইমাম বাটন, ইনটেক, ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইনফর্মেশন সার্ভিস নেটওয়ার্ক, আইটিসি, খান ব্রাদার্স, কেডিএস এক্সেসরিজ, কোহিনূর কেমিক্যালস, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, লাফার্জ সুরমা, লিবরা ইনফিউশন, লিনডে বিডি, মালেক স্পিনিং, ম্যারিকো, মোজাফফর হোসাইন, মিরাকল, মিথুন নিটিং, এজেএলবিডি, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিড মিলস, ন্যাশনাল টি, অলম্পিক এক্সসরিজ, অলম্পিক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, প্রাইম টেক্সটাইল, কাশেম ড্রাইসেল, আরএকে সিরামিক, রিজেন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেকিট বেনকিজার, আরএন স্পিনিং, আরএসআরএম স্টিল, সমতা লেদার, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, সামিট এলায়েন্স পোর্ট, শাহজালালা ইসলামী ব্যাংক, শেফার্ড, সুহৃদ, সোস্যাল ইসলামী ব্যাংক, সিমটেক্স, সিঙ্গার বিডি, সিনো বাংলা, শাইনপুকুর সিরামিক, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, স্টান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার, তাকাফুল ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, তসরিফা, তুংহাই, ওয়াটা কেমিক্যাল, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং।
×