ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতে ফিরতে পারেন তামিম

ইনজুরিতে মুশফিক, সিরিজ শেষ মুস্তাফিজের

প্রকাশিত: ০৫:২০, ১৭ অক্টোবর ২০১৭

ইনজুরিতে মুশফিক, সিরিজ শেষ মুস্তাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের সঙ্গে আরেকটি ধাক্কা নিয়ে সোমবার কেপটাউন এসেছে বাংলাদেশ দল। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ পাইয়ে দেয়া মুশফিকুর রহীমও ইনজুরি আক্রান্ত! ব্যাটিংয়ের সময়ই তিনি হ্যামস্ট্রিং টানে ভুগেছেন। অবশ্য, এই সফরে দলের ম্যানেজার হিসেবে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মুশফিকের ইনজুরি গুরুতর নয় এবং পরের ম্যাচেই খেলতে পারবেন তিনি। চোট ছোটখাটো হলেও দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরি মিছিলে তার নামটাই সর্বশেষ। টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ার কারণে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার প্রথম ওয়ানডে খেলেননি। অবশ্য দ্বিতীয় ম্যাচে খেলার জন্য পুরোপুরিই ফিট তামিম। আর প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে পা মচকে যাওয়ায় খেলতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ফিজিও যে বক্তব্য দিয়েছেন তাতে করে সিরিজই শেষ হয়ে গেছে মুস্তাফিজের। সোমবার তার স্ক্যান করানো হয়েছে, সেই রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বিস্তারিত। কিন্তু নিশ্চিতভাবেই বুধবার দ্বিতীয় ওয়ানডে খেলতে পারছেন না তিনি। রবিবার কিম্বার্লিতে প্রথম ওয়ানডে শুরুর আগেই জানা গিয়েছিল ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের পেসস্তম্ভ মুস্তাফিজ। কিন্তু তার ইনজুরির ধরন সম্পর্কে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। সোমবার দলের সঙ্গে কেপটাউনে এসেছেন তিনি এবং সেখানে স্ক্যানও করানো হয়েছে। সেই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পরই মুস্তাফিজের বিষয়ে নিশ্চিতভাবে জানা যাবে। তবে ফিজিও এবং প্রথম ওয়ানডে পর অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘যতদূর বুঝতে পারছি সফরেই আর খেলতে পারবে না মুস্তাফিজ।’ ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালি মচকে যায় বাঁহাতি পেসার মুস্তাফিজের। ইনজুরি কতটা খারাপ তা নিশ্চিত হতে সোমবার কেপটাউনে স্ক্যান করানো হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে ফিজিওর ধারণা, মুস্তাফিজের পক্ষে সিরিজের (টি২০সহ) বাকি ম্যাচগুলোতেও খেলা কঠিন হবে। কারণ, এ বাঁহাতি পেসারের পা এখনও অনেকটা ফুলে আছে। ব্যথাও আছে অনেক। এ অবস্থায় তাকে ছাড়াই বাকি ওয়ানডে ও টি২০গুলো খেলার জন্যই প্রস্তুত হচ্ছে দল। দেশ থেকে বিকল্প হিসেবে কাকে ডেকে আনা হবে সে বিষয়ও চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফিও বলেন,‘আমি তো যতটুকু জানি আঘাত পাওয়ায় মুস্তাফিজের এই সিরিজ শেষ হয়ে গেছে। বাকিটা আনুষ্ঠানিকভাবে পরে জানাবে টিম ম্যানেজমেন্ট।’ মুস্তাফিজের হঠাৎ ইনজুরিতে পড়ার আগেই ইনজুরিতে ছিলেন ওপেনার তামিম। নির্ভরযোগ্য এ ওপেনার সফরের প্রথম তিনদিনের প্রস্তুতি ম্যাচেই ঊরুর ইনজুরিতে পড়েন। প্রোটিয়া ডাক্তার জানিয়েছিলেন ৩/৪ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এরপরও প্রথম টেস্টে খেলেন তামিম এবং আবারও ইনজুরিতে পড়েন। সে কারণে আর তাকে দ্বিতীয় টেস্ট খেলানো হয়নি। তবে প্রথম ওয়ানডেতে খেলবেন এমনটাই জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু পুরোপুরি ফিট না হওয়াতে তাকে খেলানো হয়নি। দলের ফিজিও ঝুঁকি নিতে চাননি তামিমকে নিয়ে। কিন্তু ফিজিওই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। এ কারণে আর শেষ পর্যন্ত কিম্বার্লিতে খেলেননি তামিম। তবে তামিম আশাবাদী, পার্লের দ্বিতীয় ওয়ানডেতে তিনি মাঠে নামতে পারবেন। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমরা ম্যাচ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত তামিমের জন্য অপেক্ষা করেছি। কিন্তু ফিজিও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি।’ সৌম্যও প্রস্তুতি ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন। এখন পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ দল। মুশফিক প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের টানে পড়েছেন। তবে নান্নু নিশ্চিত করেছেন চোট গুরুতর নয় এবং দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন মুশফিক। টেস্ট সিরিজ শেষে এমনকি পেসার শফিউল ইসলামও কাঁধের ব্যথা নিয়ে দেশে ফিরেছেন। ওয়ানডে দলে তিনি না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা হয়নি তেমন।
×