ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হংকংয়ে দারুণ শুরু রাদওয়ানস্কার

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৭

হংকংয়ে দারুণ শুরু রাদওয়ানস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটি বছর কাটানো ভেনাস উইলিয়ামস এখন বিশ্বের ৫ নম্বর র‌্যাঙ্কিংধারী। দাপটের সঙ্গে পুরো বছর খেলা এ মার্কিন টেনিস তারকার এখন পরবর্তী বছরের দিকেই মূল নজর। কারণ দুটি গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠলেও শিরোপা হাতে তুলতে পারেননি। তবে আপাতত এ বছরের শেষ টুর্নামেন্টটা খেলছেন তিনি। হংকংয়ে ডব্লিউটিএ ওপেনের প্রথম রাউন্ডের দুর্দান্ত জয় তুলে নিয়েছেন জাপানের রিসা ওজাকির বিরুদ্ধে। এছাড়া আসরের চার নম্বর বাছাই পোল্যান্ডের সুন্দরী এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ৭ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার দারিয়া গাভ্রিলোভা ও জাপানের নাওমি ওসাকা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে ৫ নম্বর বাছাই রাশিয়ার এলেনা ভেসনিনা বিদায় নিয়েছেন থাইল্যান্ডের অখ্যাত লুকসিকা কুমখুমের কাছে হেরে। হংকং ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে খেলছেন ভেনাস। চলতি বছর ফর্মের তুঙ্গে থাকা সাবেক এ বিশ্বসেরার সামনে জাপানের ৯৫ র‌্যাঙ্কিংধারী ওজাকি কোন সুবিধাই করতে পারেননি। মাত্র ৭৪ মিনিটের লড়াইয়ে উড়ে গেছেন ৬-২, ৬-২ সেটে। তবে জয়ের পর ভেনাস বলেন, ‘স্কোরটা যেমনই দেখাক এটা খুবই কঠিন লড়াইয়ের ম্যাচ ছিল। প্রথম ম্যাচ কখনও ঠিকভাবে শেষ করা যায় না। কিন্তু খুব ভালভাবে শুরু করতে পারলাম। আশা করছি যেভাবে খেলেছি এরচেয়ে ভাল করব টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোয়।’ ২০০৯ সালের পর এই প্রথম আবার মর্যাদাপূর্ণ মৌসুম সমাপ্তির আসর ডব্লিউটিএ ফাইনালসে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ৩৭ বছর বয়সী ভেনাস। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ খেলোয়াড়কে নিয়ে সিঙ্গাপুরে এ মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এর আগে হংকংয়ের এই টুর্নামেন্ট তার জন্য বেশ কার্যকরী হবে এশিয়ার আবহাওয়ায় নিজেকে মানিয়ে নিতে। দ্বিতীয় রাউন্ডে আরেক জাপানী তরুণী ওসাকার বিরুদ্ধে খেলবেন তিনি। ওসাকা চিলির এ্যালেক্সা গুয়ারাচিকে ৭-৫, ৬-৪ সেটে হারিয়ে দেন। বিশ্বের ১৯ নম্বর এবং আসরের পঞ্চম বাছাই রাশিয়ান তারকা ভেসনিনা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। তিনি থাইল্যান্ডের ১৩০ র‌্যাঙ্কিংধারী কুমখুমের কাছে সরাসরি ৬-৩, ৬-৪ সেটে নতি স্বীকার করেন। মাত্র ৬৯ মিনিটেই হার মানেন তিনি। দ্বিতীয় রাউন্ডে চীনের ওয়াং কিয়াংয়ের বিরুদ্ধে খেলবেন তিনি।
×