ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকিতে চমক দেখাতে চান জিমিরা

প্রকাশিত: ০৫:২৪, ৯ অক্টোবর ২০১৭

এশিয়া কাপ হকিতে চমক দেখাতে চান জিমিরা

জাহিদুল আলম জয় ॥ একটা সময় বাংলাদেশের হকি ছিল অমিত সম্ভাবনাময় খেলা। ক্রিকেটের চেয়েও এই খেলাটি এদেশে জনপ্রিয় ছিল। কিন্তু কালের বিবর্তনে সেই সম্ভাবনার হকির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। পড়তি পারফর্মেন্সের কারণেই এমন হাল। তবে আশার কথা সম্ভাবনাময় হকির জনপ্রিয়তা ফিরিয়ে আনার দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। উপলক্ষটা এনে দিয়েছে এশিয়া কাপ হকি। দীর্ঘ ৩২ বছর পর লাল-সবুজের দেশ এশিয়ান হকির শ্রেষ্ঠত্বের আসরের আয়োজক হয়েছে। ১৯৮৫ সালে সর্বশেষ এশিয়া কাপ হকি হয়েছিল ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। তিন দশকেরও বেশি সময় পর আবারও ঢাকার বুকে হতে যাচ্ছে এশিয়া কাপ হকি। বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের এ যজ্ঞ। দুই পুলে বিভক্ত হয়ে আটটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ময়দানী লড়াইয়ে। পুল ‘এ’তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ তিন শক্তিশালী ভারত, পাকিস্তান ও জাপান। পুল ‘বি’তে প্রতিদ্বন্দ্বিতা করবে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান। ইতোমধ্যে ঢাকা আসতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। শনিবার মধ্যরাতে ঢাকায় এসেই রবিবার বিকেলে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে জাপান। এছাড়া ঢাকা এসেছে ভারত, পাকিস্তান, কোরিয়া ও মালয়েশিয়া। ওমানের আসার কথা আজ। চীনের রবিবার আসার কথা ছিল। নির্ধারিত সময়ে তাদের বহনকারী বিমানও এসেছিল ঢাকার আকাশে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ না করে ফিরে যায় বিমানটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চীন দল কবে আসবে তা জানা যায়নি। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। প্রস্তুতি নিয়ে অনেক ঢিলেমি বা অনিয়ম হলেও এটিকে রঙ না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বলেন, সাংবাদিকদের অনুরোধ করছি আপনারা নেতিবাচক সংবাদ প্রচার করবেন না। ছোটখাটো ভুলত্রুটি অনেক কিছু হয়। সেগুলো বাদ দিয়ে ভাল খবর প্রচার করবেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকও ছোটখাটো ভুলত্রুটির বিষয় স্বীকার করে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান। তিনি জানিয়েছেন, শেষ মুহূর্তে হলেও সব প্রস্তুতি সম্পন্ন হবে। এজন্য পুরোদমে কাজ চলছে। ৩২ বছর আগে এশিয়া কাপে পঞ্চম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য। এবার নিজ দেশে হওয়ায় সেই সাফল্যকে ছুঁয়ে দেখার সুযোগ রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলামদের। কাজটি কঠিন হলেও অসাধ্য নয়। কাক্সিক্ষত সাফল্য পেলে বাংলাদেশের হকি এখান থেকেই পুনর্জাগরণের মন্ত্র পাবে। এমন মনে করছেন হকির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, হকি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক অধিনায়ক ও খেলোয়াড়দের বিশ্বাস এমনই। তাদের মতে, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য সম্ভব। আর সেটা হলে আবারও চাঙ্গা হয়ে উঠবে দেশের হকি। টুর্নামেন্টের প্রথমদিনেই মাঠে নামবে বাংলাদেশ। অর্থাৎ বুধবার শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে মিশন শুরু করবে কোচ মাহবুব হারুণের শিষ্যরা। ভাল করতে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সবাই। জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, অনেকদিন পর দেশের মাটিতে বড় ইভেন্ট। আমরা প্রস্তুত ফাইট করতে। আমি অধিনায়ক হিসেবে বলছি, আমাদের ভাল পারফর্মেন্স করতে হবে। দেশের জন্য ভাল কিছু করতেই চাই। ১৯৮৫ সালের কথা শুনেছি। অনেক ভাল করেছিল বাংলাদেশ। আশাকরি এবার আমরা ওইরকম কিছু করতে পারব। এটা দারুণ সুযোগ আমাদের হকিকে জাগিয়ে তোলার। জিমি বলেন, পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ। অনেকেই ভাবতে পারে আমরা হেরে যাব। কিন্তু সর্বশেষ টুর্নামেন্টে বড় দলের সঙ্গে আমরা ভাল করেছি। এখনও ভাল করা সম্ভব। দলের সবার মধ্যে ভাল করার জেদ কাজ করছে। সবাই চাচ্ছে কিছু একটা করতে। আমরা দেশবাসীর দোয়া চাই যেন জাতিকে ভাল কিছু উপহার দিতে পারি। বাংলাদেশ অধিনায়ক বিশ্বাস করেন ভাল করতে পারলে ক্রিকেটের মতো হকিতেও অনেকে আসবেন, ‘এশিয়া কাপে আমরা ভাল পারফর্মেন্স করতে পারলে ক্রিকেটের মতো হকিতেও অনেকে আসবে। আমি যখন খেলা শুরু করি তখন ক্রিকেটের কথাই শুনিনি। হকির জোয়ার ছিল। আশা সেই জোয়ারটা ফিরে আসবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলে ক্রিকেটের মতো হকিও ঘরে ঘরে পৌঁছে যাবে।’ প্রস্তুতি ম্যাচ নিয়ে জিমি বলেন, এটা নিয়ে আমাদের আক্ষেপ নেই। আমরা অনেকদিন ধরে অনুশীলন করছি। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক তারকা খেলোয়াড় আব্দুস সাদেক বলেন, রব উঠেছে এশিয়া কাপ ঘিরে। এখন আমাদের বড় স্বার্থকতা হবে যদি খেলোয়াড়রা ভাল করে ফাইট করে। খেলোয়াড়দের বলছি ক্রিকেটের মতো খেলতে হবে। মরার আগে মরব না। লড়াই করব। আশাকরি ভাল একটা টুর্নামেন্ট হবে। আমরা সরকারের কাছে, এনএসসির কাছে কৃতজ্ঞ। ৩২ বছর পর আমরা এতবড় আসর করছি। ছেলেরা ভাল করতে পারলেই আমাদের স্বার্থকতা। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বলেন, এশিয়ার সেরা ৮টি দল খেলবে। এই আটটার মধ্যে বাংলাদেশও একটা। খেলোয়াড়দের উদ্দেশ করে তিনি বলেন, তোমাদের জিততে হবে যদি না জিতি, ড্র বা হেরেও যায় তাহলে লক্ষ্য থাকবে পরের ম্যাচে জয়। ব্যক্তিগতভাবে না খেলে সবাই যেন দলগতভাবে খেলে। আমরা কেন ষষ্ঠ হব, সেমিফাইনাল বা ফাইনাল খেলব এমন লক্ষ্য নিতে হবে। আগেই যদি প্রতিপক্ষকে শক্তিশালী ভেবে মনোবল নষ্ট করি তাহলে তো হবে না। এই টুর্নামেন্ট সফল হবে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক আসর হবে। বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন বলেন, আমরা প্রস্তুত ম্যাচ খেলতে গত ২০ দিন গেম প্লান নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য থাকবে র‌্যাঙ্কিং কমিয়ে নিয়ে আনা। এজন্য প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ভাল করার চেষ্টা থাকবে।
×