ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১৯৮৫ এশিয়া কাপ হকি দলকে সংবর্ধনা বিএসপিএর

অগ্রজদের শুভকামনা অনুজদের...

প্রকাশিত: ০৫:০৫, ৮ অক্টোবর ২০১৭

অগ্রজদের শুভকামনা অনুজদের...

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৩২ বছর পর এশিয়া কাপ হকি ঢাকায় বসতে চলেছে। এর আগে একবারই ১৯৮৫ সালে এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। একটি টুর্নামেন্ট একটি খেলাকে কতটা বদলে দিতে পারে কিংবা খেলার তারকা বানাতে পারে তারই প্রমাণ হয়েছিল সেবারের আসরে। তাই এই টুর্নামেন্টের আগে ১৯৮৫’র এশিয়া কাপের সেসব তারকাকে শনিবার এক মঞ্চে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। বর্তমান-সাবেক হকি খেলোয়াড়দের পদচারণায় মুখরিত আসরটি যেন পরিণত হয়োিছল এক মধুর মিলনমেলা ও স্মৃতি জাগানিয়া অনুষ্ঠানে। ‘হকি স্টারস : ১৯৮৫ ও ২০১৭’ শীর্ষক এই অনুষ্ঠানে শুধু পুরনো তারকাদের সামনে নিয়ে আসাই নয়, এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলটিকেও শুভকামনা জানানো হয়। তাও ভিন্নধর্মী আয়োজনে। ’৮৫ সালের সেই দলের খেলোয়াড়দের সবার অটোগ্রাফ সংবলিত একটি হকি স্টিক শুভেচ্ছা স্মারক হিসেবে তুলে দেয়া হয় ২০১৭ সালের জাতীয় হকি দলের হাতে। এছাড়া বিএসপিএ ক্রেস্ট দিয়ে সম্মানিত করে ১৯৮৫ সালের বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়দের। ৮৫’র এশিয়া কাপ দলের অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার, ওসমান গনি, আলমগীর চুন্নু, কামরুল ইসলাম কিসমত, খাজা ড্যানিয়েল, জামিল পারভেজ লুলু, আব্দুল্লাহ পিরু উপস্থিত ছিলেন। দলের বাকি সদস্যদের অনেকে বিদেশে আছেন, অনেকে মারা গেছেন বা অসুস্থ। ওই টুর্নামেন্টের সহকারী টেকনিক্যাল ডিরেক্টর শামসুল বারী, আম্পায়ার সেকান্দার হায়াত চৌধুরীকেও সম্মাননা জানানো হয়। এছাড়া ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহসভাপতি খাজা রহমতউল্লাহ, সাবেক খেলোয়াড় প্রতাপ শঙ্কর হাজরা, এহতেশাম সুলতান, সাজেদ আদেল, তারিকুজ্জামান নান্নু। বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি মোস্তফা মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×