ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

১৯৬-ইতিহাসের সবচেয়ে বাজে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭

১৯৬-ইতিহাসের সবচেয়ে বাজে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শোকের মাস মহররম। বাংলাদেশের ফুটবলের জন্যও ১০ অক্টোবর, ২০১৬ তারিখটিও ছিল শোকের, অধঃপতনের। ভুটানের কাছে হেরে এদিন শেষ হয়ে যায় বাংলাদেশের ‘এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে’ ওঠার আশা-ভরসা। এর ফলে আগামী তিন বছর বাংলাদেশ ফিফা ও এএফসি স্বীকৃত কোন আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে না। স্বভাবতই এই হারে ক্ষোভে ফুঁসে উঠেছিল দেশের ফুটবলপ্রেমীরা। ভুটানের কাছে হারের পরদিন বাফুফে ভবনের গেটে বিক্ষোভ প্রদর্শন করে। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে কিছু শ্লোগান লিখে এনেছিল তারা। একটি শ্লোগান ছিল ‘সালাউদ্দিনকে অভিনন্দন, সামনে আমরা র‌্যাঙ্কিংয়ে ২০০ হবো’। ডাবল সেঞ্চুরি না হলেও তার দোরগোড়ায় পৌঁছে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ এখন অবস্থান করছে ১৯৬ নম্বরে। এটাই তাদের ইতিহাসের সবচেয়ে বাজে র‌্যাঙ্কিং। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তারা ছিল ১৯০ নম্বরে। তার মানে এক ধাক্কায় সাত ধাপ পিছিয়েছে তারা। মূলত এক বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলার খেসারত দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দশ ধাপ পেছালেও সাফ অঞ্চলের দলগুলোর মধ্যে ভারত (১০৭) যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। তারপরই আছে মালদ্বীপ (১৫৪), ভুটান (১৭৪), নেপাল (১৭৫), বাংলাদেশ (১৯৬), শ্রীলঙ্কা (১৯৮) এবং পাকিস্তান (২০০)। এশিয়ার শীর্ষ দলগুলো হলো : ইরান (২৫), জাপান (৪০), অস্ট্রেলিয়া (৫০), দক্ষিণ কোরিয়া (৫১), সৌদি আরব (৫৩), চীন (৬২), উজবেকিস্তান (৬৯), সংযুক্ত আরব আমিরাত (৭২), সিরিয়া (৭৫) এবং কাতার (৮৫)। এদিকে ব্রাজিলকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করে নিয়েছে জার্মানি। তিন ধাপ ওপরে ওঠা পর্তুগাল এখন তিনে। আর্জেন্টিনা এক ধাপ নেমে চারে। আন্তঃকলেজ মহিলা রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা’। বাংলাদেশ রাগবি ইউনিয়নের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানের ৮টি মহিলা কলেজ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ম্যাচগুলো হবে পল্টন মাঠে। র‌্যাপিড রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘মাসিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’। ন্যাশনাল পাবলিক কলেজ, বাড়ি ১৮, রোড ১৬, সেক্টর ০৪, উত্তরা, ঢাকায় সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন। পুরস্কার বিতরণ করবেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের কবি আনোয়ার মজিদ।
×