ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৫:১২, ১০ সেপ্টেম্বর ২০১৭

লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের চনবুরিতে ১০-২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’। গত বছর বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল। এই আসরে অংশ নিতে শুক্রবার সকালে থাইল্যান্ডে বিমানযোগে রওনা হয়ে সেদিনই পৌঁছেছে বাংলাদেশ দল। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের পর্দা উঠলেও পরদিন মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ১৪ সেপ্টেম্বর রানার্সআপ জাপানের মুখোমুখি হবে তারা। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে আরেক শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দল ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপের টিকেট পাবে যা অনুষ্ঠিত হবে ২০১৮ সালে উরুগুয়েতে। চনবুরিতে ইতোধ্যেই অনুশীলন শুরু করেছে কৃষ্ণাবাহিনী। শনিবার ‘বি’ গ্রুপের অফিসিয়াল এক প্রেসমিট অনুষ্ঠিত হয় এএফসির অধীনে। সেখানে চার দলের চার কোচ তাদের বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি ম্যাচে ভাল খেলে উন্নতি করা। এই আসরের মূলপর্বে আমরা প্রথমবারের মতো খেলছি। মেয়েদের জন্য এটা বড় সুযোগ। এটা নিঃসন্দেহে তাদের অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে, তাছাড়া আগামীদিনের ফুটবলারদের জন্য তাদের এই অভিজ্ঞতা অনেক সহায়ক হবে।’ জাপানের হেড কোচ নাওকি কুসুনোজ বলেন, ‘এই আসরের শিরোপা জেতার জন্যই আমরা লড়াই করব। তবে আমাদের গ্রুপের প্রতিটি দলই ভাল। তাদের সমীহ করছি।’ উত্তর কোরিয়ার কোচ সিন জং বক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সেরা তিনের মধ্যে থাকা এবং ফিফা অ-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা।’ অস্ট্রেলিয়ার কোচ রায়ানে ডাওয়ার বলেন, ‘যদিও মাত্র একমাস সময় পেয়েছি দলের প্রস্তুতির জন্য। তারপরও প্রতি ম্যাচেই ভাল খেলে জিততে চাই আমরা। তবে থাইল্যান্ডের গরম আবহাওয়া (৩২ ডিগ্রী সেলসিয়াস) নিয়ে উদ্বিগ্ন আছি। অথচ অস্ট্রেলিয়ায় এখন শীত (৫ ডিগ্রী সেলসিয়াস)।’
×