ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড্র করে সন্তুষ্ট স্মিথ

প্রকাশিত: ০৫:১৪, ৮ সেপ্টেম্বর ২০১৭

ড্র করে সন্তুষ্ট স্মিথ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ সিরিজের প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে ভড়কে দিয়েছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের কোন তলানিতে থাকা দলের কাছে হেরে যায় স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দলটি। কিন্তু দ্বিতীয় টেস্টে ঠিকই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অসিরা। চট্টগ্রামে জয় তুলে নেয় ৭ উইকেটে। ফলে দুই ম্যাচের সিরিজে ১-১ ড্র করতে সক্ষম হয় লজ্জাজনক এক ঘটনাক্রমের পড়ার শঙ্কায় থাকা দলটি। সে কারণে দারুণ সন্তুষ্ট স্মিথ। তবে তিনি বাংলাদেশ দলের ক্রিকেটীয় নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেছেন বৃহস্পতিবার ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। সিরিজ শুরুর আগেই বাংলাদেশের প্রধান কোচ এবং কয়েকজন ক্রিকেটার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন অসিদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার। সেটার দিকে টাইগাররা অনেকখানিই এগিয়ে যায় মিরপুর টেস্টে ২০ রানের জয়ে। কিন্তু হোয়াইটওয়াশ করার স্বপ্ন পূরণ হয়নি স্বাগতিকদের। জিতে সমতায় শেষ করেছে অসিরা। এ বিষয়ে স্মিথ বলেন, ‘আমাদের বিবেচনা করা হয়েছিল ২-০ ব্যবধানে হারব বলে। কিন্তু এখন ১-১ সমতায় শেষ করতে পারাটা সত্যিই দারুণ।
×