ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ভিসা চেয়ে অপমানিত ইমরান তাহির!

প্রকাশিত: ০৫:৩৪, ৭ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানের ভিসা চেয়ে অপমানিত ইমরান তাহির!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্মিংহ্যামে পাকিস্তান দূতাবাসে অপমানিত হতে হলো দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার ইমরান তাহিরকে। ঘটনা গত সোমবারের। যখন তিনি পাকিস্তানের ভিসার জন্য সেখানে গিয়েছিলেন। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইনডিপেন্ডেন্স কাপে মুখোমুখি হবে বিশ্ব একাদশ ‘বনাম’ পাকিস্তান জাতীয় দল। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেই এই পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসের ওপর জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ হয়ে আছে। কোন দলই সেখানে খেলতে যেতে নারাজ। যে কারণে এই পদক্ষেপ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার। বিশ্ব একাদশ দলে খেলবেন দক্ষিণ আফ্রিকান তারকা ইমরান তাহির। যদিও তিনি পাকিস্তানী বংশোদ্ভূত। কিন্তু খেলেন দক্ষিণ আফ্রিকার হয়ে। বিশ্ব একাদশের ১৪ জনের দলে রয়েছেন তিনি। দূতাবাসে তাকে ৫ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং খারাপ ব্যবহারও করা হয়। এরপর টুইটারে নিজের ক্ষোভ জানান তিনি।
×