ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফিরলেন মুমিনুল...

প্রকাশিত: ০৪:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৭

ফিরলেন মুমিনুল...

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ গত বছর অক্টোবরের কথা। টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আট নম্বর পজিশনে। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে টেস্ট অঙ্গনেও নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন সাব্বির রহমান রুম্মন। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক এক জয়ের দ্বারপ্রান্তে ছিল সেদিন বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু আর কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ না দিতে পারায় শেষ পর্যন্ত ২২ রানে পরাজিত হয় লড়াকু বাংলাদেশ। প্রায় ১১ মাস পর ঠিক একই ভূমিকায় সেই সাগরিকার মাঠে ব্যাট হাতে নিজেকে ফিরে পেলেন সাব্বির। দলের বিপদের মুহূর্তে ক্যারিয়ারসেরা ৬৬ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জুটির রেকর্ড। যদিও এ ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাতি পাওয়া মুমিনুল হক সৌরভের ফিরে আসা। দুই টেস্ট একাদশের বাইরে থাকা মুমিনুল এদিন ৩১ রান করেন। কিন্তু দিনের সেরা ইনিংসটি খেলে সব আলো নিজের ওপর রাখতে সক্ষম হন সাব্বির। গত বছর অক্টোবরে টেস্ট অভিষেক হয় সাব্বিরের। প্রতিপক্ষ দল এ অঙ্গনের অন্যতম অভিজাত দল ইংল্যান্ড। যদিও সাব্বিরের দীর্ঘ পরিসরের ম্যাচে অন্তর্ভুক্তি নিয়ে হয়েছিল অনেক আলোচনা। কারণ স্বভাবে মারকুটে ব্যাটসম্যান তিনি। বিধ্বংসী ব্যাটিং মেজাজের কারণে তাকে তকমাই দেয়া হয়েছিল টি২০ স্পেশালিস্ট হিসেবে। কিন্তু ওয়ানডে ক্রিকেটেও নিজেকে কিছুটা মেলে ধরা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুবাদে টেস্ট ক্যাপ পেয়ে যান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯ রান করেই বিদায় নেন তিনি। ম্যাচটিতে দারুণ অবস্থানে ছিল বাংলাদেশ দল প্রতিপক্ষ ইংল্যান্ডকে কোণঠাসা করে। জয়ের আশাও তৈরি হয়েছিল ভালভাবেই। কিন্তু ম্যাচের পঞ্চমদিনে ৩৩ রান আর করা হয়নি, ইতিহাস হাত ফসকে গেছে। না সাব্বির অপরাজিতই ছিলেন ৬৪ রান করে। কিন্তু অপরপ্রান্তে ছিলেন না কোন ব্যাটসম্যান। আক্ষেপের ২২ রানে হার জোটে বাংলাদেশের ললাটে। কিন্তু সাব্বির জায়গা করে নেন টেস্ট দলে প্রায় স্থায়ীভাবে। এরপর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার সেই ইতিহাস ধরা দিলেও সাব্বির ব্যাট হাতে কিছু করতে পারেননি। কিন্তু নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে টানা দুই ইনিংসেই অর্ধশতক হাঁকান ৭ নম্বরে নেমে। এরপর দুই ধাপ উন্নতি হয় ব্যাটিং অর্ডারে।
×