ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ১ হাজার পিচ ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:২২, ২৬ আগস্ট ২০১৭

জয়পুরহাটে ১ হাজার পিচ ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ শনিবার জয়পুরহাট শহরের চাইনেজ রেস্তোরা ‘ফুড-বে’ থেকে বিজিবির এক সদস্য ও অপর একজনের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্য ও তার সঙ্গীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। ডিবি পুলিশের এস আই আব্দুল কাইয়ুম জানান, শহরের ফুড বে চাইনিজ রেস্তোরায় ইয়াবার একটি বড় চালান বিক্রয় হচ্ছে গোপন সুত্রের এমন একটি খবর পেয়ে ডিবি পুলিশের এস আই কাইয়ুম এর নেতৃত্বে একদল পুলিশ রাত প্রায় ৮টার দিকে রেস্তোরায় অভিযান চালিয়ে বিজিবি-২ ব্যাটালিয়ন টেকনাফ, কক্সবাজারের সদস্য মাহবুবুর রহমান (২৫) যার ব্যাচ নম্বর ৮১৯৬৬ ও সিরাজুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করে। এরপর মাহবুব রহমান ও সিরাজুল ইসলামের দেহ তল্লাসি করে যথাক্রমে ৮শ পিচ এবং ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। বিজিবি সদস্য মাহবুবুর রহমানের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারি গ্রামে। তার পিতার নাম মোঃ মজিবুর রহমান। একই গ্রামে সিরাজুল ইসলামের বাড়ি। মাহবুবুর রহমান ছুটিতে বাড়িতে আসে বলে জানায়।
×