ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদক চোরাচালানে জড়িত মেক্সিকোর বিশ্বকাপ অধিনায়ক

প্রকাশিত: ০৬:২৯, ১১ আগস্ট ২০১৭

মাদক চোরাচালানে জড়িত মেক্সিকোর বিশ্বকাপ অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা রাফায়েল মারকুয়েজ। এ পর্যন্ত দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন চারবার। খেলে ফেলেছেন দেশের জার্সিতে প্রায় দেড় শ’ ম্যাচ। ক্লাব ফুটবলে একসময় মাঠ কাঁপিয়েছেন স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার হয়ে। সুদীর্ঘ সোনালী ক্যারিয়ারে অবশেষে কালির আঁচড় লেগে গেল ডিফেন্সিভ এই মিডফিল্ডারের। মারকুয়েজের বিরুদ্ধে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। তারকা এই ফুটবলারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অভিযোগ, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানি চক্রে ‘ফ্রন্ট পারসন’। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ মাদক ব্যবসার সহযোগিতা করা ২১ ব্যক্তি ও ৪২টি সংস্থার নাম প্রকাশ করেছে। এই তালিকায় নাম আছে ৩৮ বছর বয়সী মারকুয়েজের। তার বিরুদ্ধে অভিযোগÑ তিনি মাদক পাচারকারী রাউল ফ্লোরেস হার্নান্দেজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ বলেছে, মেক্সিকোর একটি মাদক চোরাচালানি চক্রকে নির্মূল করতে এটি বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর কর্তৃক পরিচালিত বৃহত্তম অভিযান। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতরের পরিচালক জন স্মিথ এ প্রসঙ্গে বলেন, রাউল ফ্লোরেস হার্নান্দেজ কয়েক দশক ধরে চোরাচালানি পরিচালনা করছে। তার সঙ্গে সম্পর্ক আছে আরও কয়েকজনের। অভিযোগ ওঠার পরপরই মেক্সিকোর এ্যাটর্নি জেনারেলের অফিসে একটি বিবৃতি দিয়েছেন সাবেক বার্সিলোনা তারকা। মার্কিন ট্রেজারি বিভাগের তালিকায় নাম আছে মেক্সিকোর গায়ক জুলিও সিজার আলভারেজেরও। কিন্তু তিনি সব অভিযোগকে অস্বীকার করেছেন। মার্কিন বিভাগ তাদের বিবৃতিতে বলেছে, মারকুয়েজ ও জুলিও মাদক ব্যবসায়ী ফ্লোরেস হার্নান্দেজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। তারা ডিটিও-এর (মাদক পাচারকারী সংস্থা) অগ্রমুখ হিসেবে কাজ করেন। এমনকি তাদের সম্পত্তিও এই দু’জনের নামে আছে। সমর্থকদের কাছে ‘রাফা’ নামে পরিচিত মারকুয়েজ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মেক্সিকোর আইন ও বিচারবিষয়ক দফতরে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি বর্তমান ক্লাব এ্যাটলাস গুয়াডালাজারায় সংবাদ সম্মেলনও করেন। বার্সিলোনার সাবেক এই ফুটবলার বলেন, যে প্রতিষ্ঠান ও যেসব কর্মকা-ের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে তারসঙ্গে আমার কোন সম্পর্ক নেই। এটি আমার সবচেয়ে কঠিন ম্যাচ। যত দ্রুত সম্ভব সবকিছু খোলাসা করার চেষ্টা করব। নেতৃত্বগুণের জন্য জাতীয় দলে সতীর্থদের মধ্যে ‘দ্য বস’ নামে পরিচিত তিনি। মেক্সিকোর ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডারও। মেক্সিকোর আর কোন ফুটবলারই মারকুয়েজের মতো এতো শিরোপা জিততে পারেনি। হুগো সানচেজের পর দেশের ইতিহাসে দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে তাকে একবাক্যে স্বীকার করে নেন দেশটির সমর্থকরা। সেই কিংবদন্তিই এখন ভিলেন হওয়ার পথে। ১৯৯৬ সালে মেক্সিকোর ক্লাব এ্যাটলাস গুয়াডালাজালার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মারকুয়েজের। ২১ বছর ইউরোপ ও উত্তর আমেরিকার নানা ক্লাব চষে বেড়ানোর পর তিনি গত বছর ফিরে আসেন সেই এ্যাটলাসেই। এর মাঝে তিনি খেলেছেন মোনাকো, বার্সিলোনা ও নিউইয়র্ক রেড বুলসের মতো দলে। বার্সার হয়ে তিনি দুইবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও জিতেছেন। দেশের জার্সিতে জিতেছেন ফিফা কনফেডারেশন্স কাপ ও কনকাকাফ গোল্ডকাপ। মেক্সিকোর রক্ষণভাগে এখনও চীনের প্রাচীর হয়ে আছেন। গত নবেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৯ মিনিটে তার গোলেই যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল মেক্সিকো। চারবার দেশকে বিশ্বকাপে অধিনায়কত্ব করা এই ফুটবলারকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও চান কোচ জুয়ান কার্লোস ওসারিও। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত মারকুয়েজ ১৪৩টি ম্যাচ খেলেছেন। গোলও করেছেন ১৯টি।
×