ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিপিএলে মিরাজের ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:০২, ৫ আগস্ট ২০১৭

সিপিএলে মিরাজের ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) মেহেদী হাসান মিরাজের ম্যাচ রয়েছে আজ। মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। আর মিরাজদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টারস। ম্যাচটি বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় গ্রস আইল্যান্ডের ড্যারেন সামি স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচটি দিয়ে সিপিএলও শুরু হচ্ছে। ফাইনাল ম্যাচ দিয়ে লীগটি শেষ হবে ৯ সেপ্টেম্বর। এই ম্যাচটিতে মিরাজ খেলবেন কিনা এ নিয়ে সবার ভেতরই চিন্তা আছে। কারণ খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না। এরমধ্যে যদি শুরু থেকেই না খেলেন, তাহলে ম্যাচ খেলার সংখ্যা একেবারেই কমে যাবে। ক্রিকফ্রেনজি জানাচ্ছে, মিরাজ ম্যাচটিতে খেলবেন। এমনকি এবার সিপিএলে তরুণ ক্রিকেটারদের মধ্যে মিরাজই চমক জাগাবেন। সেই আশাও করা হচ্ছে। সিপিএল খেলতে গত মাসের ২৭ তারিখে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পথে উড়াল দিয়েছেন মিরাজ। পরেরদিন পৌঁছে যান। এরপর সিপিএলে নিজ দল ত্রিনবাগো নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেন। দলের সঙ্গে অনুশীলনও করেন মিরাজ। এবার প্রথমবারের মতো সিপিএলে খেলবেন মিরাজ। দেশের বাইরে প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলবেন। মিরাজ মনে করছেন সিপিএল খেলে নিজের খেলায় আরও উন্নতি ঘটানো সম্ভব। সেই সঙ্গে সিপিএলে ভাল খেলে আইপিএলে খেলায় দৃষ্টি রাখছেন মিরাজ। দেশ ছাড়ার আগে এমনটিই জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘সুযোগ তো এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়। যেহেতু শাহরুখ খানের দল আছে আইপিএলে। এখানে তার দলের হয়ে আমি খেলব। যদি ভাল খেলতে পারি ভবিষ্যতে আইপিএলে সুযোগ আসতে পারে। এই মুহূর্তে আমি বলতে পারি ক্যারিবিয়ান লীগে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব। আমার পারফর্মেন্সের দিকে দল এবং বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে। কারণ আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘সিপিএল আমার জন্য দারুণ একটা সুযোগ। টি২০ লীগটা যদি আমি কাজে লাগাতে পারি আমার জন্য এবং আমার ক্যারিয়ারের জন্য অনেক ভাল হবে।’ মিরাজ খেলবেন বলিউডের ‘বাদশা’ খ্যাত শাহরুখ খানের মালিকাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সে। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ব্রেড হগের বদলে বাংলাদেশী এই অফস্পিনার অলরাউন্ডারকে দলে টেনেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনে হোম সিরিজ রয়েছে। সিরিজের জন্য একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচে মিরাজকেও থাকতে হবে। তাই ১৫ আগস্টের মধ্যে মিরাজকে দেশে ফেরত আসতে হবে। আর তাই প্রথম পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলতে পারবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্স সর্বোচ্চ ১৪ আগস্ট পর্যন্ত মিরাজকে পাবে। এমনও হতে পারে ১২ আগস্টই হবে মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে থাকা। এরপর দেশে চলে আসবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইদ্বয় ডোয়াইন ব্রাভো ও ড্যারেন ব্রাভো, কেভন কুপার, সুনীল নারিনে, দিনেশ রামদিন, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম, হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকার কলিন মুনরো, পাকিস্তানের সাড়া জাগানো লেগস্পিনার সাদাব খান ও হামজা তারিকরা। মিরাজ মনে করেন, ‘জাতীয় দলে এক বছরে টি২০ খুব বেশি একটা খেলা হয়নি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে মানিয়ে নিতে পারলে দারুণ সুযোগ তৈরি হবে আমার।’ সঙ্গে যোগ করেন, ‘সর্বশেষ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছি। যখন যেভাবে পেরেছি কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছি। বিপিএলের অভিজ্ঞতা এখানে অবশ্যই কাজে দেবে। ওয়েস্ট ইন্ডিজের অনেক খেলোয়াড় বিপিএলে খেলেছে। আমি ওদের সম্পর্কে জানি। মূল লক্ষ্য থাকবে বোলিংটা ভাল করার। কেননা ওরা আমাকে একজন বোলার হিসেবেই দলে নিয়েছে।’ দেশের সুনামের জন্যই সিপিএলে ভাল কিছু করতে চান মিরাজ, ‘দেশের হয়ে ক্রিকেট খেলার অনুভূতিটা অন্যরকম। এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে বিদেশী লীগের খেলার অনুভূতিটা ভিন্ন। কারণ আমি ওখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে যাচ্ছি। আমি আছি, সাকিব (আল হাসান) ভাই আছে। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ভাল করলে সবাই বলবে বাংলাদেশের খেলোয়াড় ভাল করেছে। একজন ক্রিকেটারের জন্য এটা অত্যন্ত ভাল লাগার বিষয়।’ ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে খেলেছিলেন তামিম ইকবাল। আর সাকিব আল হাসান এখন পর্যন্ত সিপিএলে দুইটি আসরে খেলেছেন। মিরাজ এবার খেলবেন। সিপিএল শুরু হওয়ার কথা ছিল ১ আগস্ট। কিন্তু এখন শুরু হচ্ছে ৪ আগস্ট। তাই মিরাজের শুরু থেকে কোন ম্যাচই হাতছাড়া হচ্ছে না। ৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ হবে। এরআগে ৩ সেপ্টেম্বর লীগপর্ব শেষ হবে। লীগপর্বে ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলা শেষ হবে ২ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর প্লে-অফ ম্যাচ হবে। ৬ ও ৭ সেপ্টেম্বর দুটি এলিমিনেটর ম্যাচ হবে। যদি ত্রিনবাগো ফাইনালে ওঠে তাহলেও ১২ আগস্টের পর আর এবার ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে সিপিএল খেলার উদ্দেশে পা রাখা হবে না মিরাজের। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ৮ সেপ্টেম্বর।
×