ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল

রাজশাহী ও অলস্টার্স মাস্টার্স যৌথ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:২৮, ৩০ জুলাই ২০১৭

রাজশাহী ও অলস্টার্স মাস্টার্স যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টার্স মাস্টার্স। দ্বিতীয় আসরে বৃষ্টিবিঘিœত ফাইনাল ম্যাচটি শেষ না হতে পারায় যৌথ চ্যাম্পিয়ন হয় তারা। শনিবার সকালে ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান করে এক্সপো অলস্টার্স মাস্টার্স। ১৩৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টিতে সোয়া এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। ২.১ ওভার খেলা হয়। ১ উইকেট হারিয়ে ২১ রান করে রাজশাহী মাস্টার্স। এরপর আবারও বৃষ্টি আসে। এই বৃষ্টি থেমে থেমে চলতে থাকে। শেষ পর্যন্ত বৃষ্টির বাগড়ায় যৌথভাবে রাজশাহী ও অলস্টার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অলস্টার্সের এহসানুল হক সেজান চার ম্যাচে দুটি অর্ধশতকসহ (০+৭৬+৬৪+২৪) ১৬৪ রান করে সিরিজ সেরা হন। ফাইনালে ৫৮ রান করে ম্যাচসেরা হন অলস্টার্সের রাশিদুল হক সুমন। তাদের হাতে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার ও দুই দলের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন) এসএম জাহিদ হাসান, বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিমসহ অন্যরা। দ্বিতীয়বারের মতো এবার মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় খুলনা মাস্টার্স। এবারও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। বসুন্ধরা গ্রুপ ঢাকা বিভাগ, র নেশন ঢাকা মেট্রো, ইস্পাহানি চট্টগ্রাম, একমি-রাজশাহী মাস্টার্স, টাইটান্স-খুলনা মাস্টার্স এবং এক্সপো-অলস্টার্স মাস্টার্সে অংশ নেয়। সাবেক ক্রিকেটাররা এ টুর্নামেন্টে খেলেন। এবার যৌথ চ্যাম্পিয়ন হয় একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টার্স মাস্টার্স।
×