ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিটিতে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের কাছেও পিএসজির হার

আবারও বার্সিলোনার জয়ের নায়ক নেইমার

প্রকাশিত: ০৬:২৪, ২৮ জুলাই ২০১৭

আবারও বার্সিলোনার জয়ের নায়ক নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীষ্মকালীন দলবদলে সবচেয়ে আলোচিত নাম নেইমার। ব্রাজিলিয়ান তারকা শেষ পর্যন্ত বার্সিলোনায় থাকবেন কি না তা নিয়েও চলছে জোর জল্পনা-কল্পনা। গুঞ্জন শোনা যাচ্ছে, ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নতুন করে ঠিকানা গড়বেন সাবেক সান্তোসের এই তারকা ফুটবলার। তবে বার্সিলোনা ছাড়বেন কি না তা বলবে সময়। এরই মধ্যে কাতালান ক্লাবটির জার্সি গায়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চলেছেন নেইমার। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। স্থানীয় সময় বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও গোল করেছেন নেইমার। আর এই গোলের সৌজন্যেই কাতালানরা ১-০ গোলে হারায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল বার্সা ও ম্যানইউ। জমজমাট একটা লড়াইও উপহার দিয়েছেন দুই দলের ফুটবলাররা। শুরুটা ভালভাবে করলেও পরে বার্সিলোনার দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও নেইমারকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছে ম্যানইউর ডিফেন্ডারদের। প্রথমার্ধের ৩১ মিনিটে আর নেইমারকে আটকে রাখতে পারেননি তারা। ম্যানইউর রক্ষণসৈনিক এ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার কাছ থেকে বল কেড়ে নিয়ে সেটা জালে জড়িয়ে দেন নেইমার। আর এই গোলের সৌজন্যেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। নেইমারের এমন অসাধারণ নৈপুণ্য দেখে মুগ্ধ-বিমোহিত বার্সিলোনার সমর্থকরা। তারা নিশ্চিতভাবেই চাইবেন নেইমার যেন থেকে যান ন্যুক্যাম্পেই। কিন্তু শেষ পর্যন্ত সেটা সত্যি হবে কি না তা নিয়ে সংশয় কাটছে না। বার্সিলোনার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, নেইমার কোথাও যাচ্ছেন না। কিন্তু গত রবিবার ফ্রান্সের শীর্ষ সংবাদপত্র লা প্যারিসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অল্প কিছুদিনের মধ্যেই নাকি আনুষ্ঠানিকভাবে জানানো হবে নেইমারের পিএসজিতে যোগদানের বিষয়টি। নেইমার নিজেও নাকি ঘনিষ্ঠ সতীর্থদের বলেছিলেন, তিনি পাড়ি জমাতে চান পিএসজিতে। ক্যারিয়ারের অনেকটা সময় স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় কাটিয়েছেন দানি আলভেজ। যেখানে কোচ হিসেবে পেয়েছিলেন পেপ গার্ডিওলাকে। স্পেনের সফল কোচ গার্ডিওলা বার্সা ছেড়েছেন অনেক আগেই। গত বছর সেই পথে হেঁটেছেন দানি আলভেজও। কাতালান ক্লাবটি ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন জুভেন্টাসে। নতুন মৌসুমে আবারও এক হওয়ার কথা বলেছিলেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেজ। ক্যারিয়ারের গোধূলিবেলায় প্রিয় কোচ গার্ডিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন তিনি। সঠিকভাবেই এগুচ্ছিল সবকিছু। কিন্তু শেষ মুহূর্তে সবাইকে অবাক করেই ম্যানচেস্টার সিটিতে না গিয়ে পিএসজিতে যোগ দেন আলভেজ। এর পেছনে কলকাঠি কে নেড়েছিলেন জানেন? আর কেউ নন তিনি, নেইমারই। ‘গ্লোব ইস্পোর্ট’ বলছে নেইমারের কারণেই দানি আলভেজ ম্যানসিটিতে না গিয়ে যোগ দেন পিএসজিতে। কিন্তু এখন প্যারিসের রাজধানীতে যাওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে নেইমারের। শুধু আলভেজ কেন? মারকুইনহোস এবং থিয়াগো সিলভাকেও পিএসজিতে যাওয়ার কথা বলেছিলেন নেইমার। কিন্তু মেসি-সুয়ারেজ কিংবা পিকের কথা রাখতে গিয়েই তাকে এখন বার্সিলোনায় থাকতে হচ্ছে। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকেই প্রতিভার দাম দিয়ে এসেছেন তিনি। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নেইমার নজর কাড়েন ইউরোপের শ্রেষ্ঠ সব ক্লাবসমূহের। তাই তো বার্সিলোনার এই ব্রাজিলিয়ান তারকাকে পেতে পিএসজির মতো ক্লাব ২২২ মিলিয়ন ইউরো খরচ করতেও মরিয়া। এদিকে বার্সিলোনার জয়ের দিনে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। সিটিজেনরা এদিন ৪-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যানচেস্টার সিটির হয়ে গোল চারটি করেন ওটামেন্ডি, স্টার্লিং, স্টোন্স এবং নাসরি। অন্যদিকে রিয়ালের হয়ে সান্ত¡নার গোলটি করেন অস্কার। এদিন পরাজয় দেখেছে পিএসজিও। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে ৩-২ গোলে হার মানে গত মৌসুমে মোনাকোর কাছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের শিরোপা হাতছাড়া করা পিএসজি।
×