ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওয়ালশের ক্লাসে ইনসুইং শিখে ফেললেন রাব্বি

প্রকাশিত: ০৪:২৮, ২৪ জুলাই ২০১৭

ওয়ালশের ক্লাসে ইনসুইং শিখে ফেললেন রাব্বি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমার বোলিং অনেকটা ব্যালেন্স হয়েছে। আমি আগে ইনসুইং পারতাম না, এখন পারি।’ কথাগুলো বলেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। পেসারদের নিয়ে করা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ‘বিশেষ ক্লাসে’ রাব্বি ইনসুইং শিখে গেছেন। ক্লাসটি যে রাব্বিকে অনেক উপকৃত করেছে তা বোঝাই যাচ্ছে। রিভার্স সুইং নিয়েও ওয়ালশের ক্লাসে কাজ করছেন রাব্বি, ‘রিভার্স সুইং অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই রিভার্স সুইং করানোর চেষ্টায় থাকে। আমি এই সময়টাতে এই কাজগুলো গুরুত্ব সহকারে শিখতে চাই। আমি চেষ্টা করছি ভাল জায়গা থেকে রিভার্স সুইংটা করানোর জন্য।’ এখন জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প চলছে। এই ক্যাম্পের মধ্যেই পেসারদের নিয়ে ওয়ালশ ‘বিশেষ ক্যাম্প’ করছেন। ওয়ালশের বিশেষ ক্যাম্পটি ১৭ জুলাই শুরু হয়েছে। এ ক্যাম্পে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশি কাজ করতে দেখা গেছে ওয়ালশকে। সেই সঙ্গে অন্য পেসারদের নিয়েও কাজ করছেন ওয়ালশ। ক্যাম্পটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। ক্যাম্পে রাব্বিদের মতো পেসাররাই বেশি উপকার পাচ্ছেন। বাংলাদেশ দলের হয়ে ৫টি টেস্ট খেলে ৭ উইকেট নেয়া রাব্বিই যেমন বললেন, ‘সিনিয়র খেলোয়াড়দের জন্য আত্মবিশ্বাস যোগানো খুব একটা প্রয়োজন নেই। কিন্তু আমাদের মতো জুনিয়রদের জন্য কোচের দেয়া আত্মবিশ্বাস ভাল খেলতে খুবই ভূমিকা রাখে।’ রাব্বি ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে বল হাতে মাত্র ১ উইকেট নিতে পারেন। আহামরি কোন সাফল্য নেই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টে ৩টি করে ৬ উইকেট নিয়েছেন। বল হাতে যতটানা উজ্জ্বল ছিলেন এই পেসার, তারচেয়ে বেশি ব্যাট হাতে নজর কেড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১ বলে ৬ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে ১৪ বলে ১ রান করেছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৩ বলে ২ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে ২৯ বলে অপরাজিত ২৫ রান করেছেন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটিতে বল হাতে কোন উইকেট নিতে না পারলেও ব্যাট হাতে নজরে ছিলেন। প্রথম ইনিংসে ১০ বল খেলে কোন রান না করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭০ বলে ৩ রান করে অপরাজিত ছিলেন। নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে নিজেকে যেন আলাদাভাবেই উপস্থাপন করেছেন রাব্বি। টেস্টে উইকেট আঁকড়ে থাকতে হয়। সেটি যেন রাব্বি থেকে পরিপূর্ণভাবে পাওয়া যায়। কিন্তু একজন পেসার রাব্বি। তার কাছ থেকে বোলিংয়ে দ্যুতিই আগে প্রাপ্য। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও একাদশে নামার সুযোগ মিলেনি। রাব্বি এখন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাকেও গুরুত্ব দিচ্ছেন। এ নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার বললেনও, ‘খেলাধুলা যখন শুরু করি তখন ব্যাটিং ভালই করতাম। কিন্তু ব্যাটিংয়ে সুযোগ পেতাম না। পেলেও শেষের দিকে। ব্যাটিং করতে নামলেই আত্মবিশ্বাসী হয়ে যাই। এখন দলের সবাই জানে আমি ব্যাটিং করতে পারি। কোচেরও আমার ওপর আস্থা জন্মেছে, ওকে নাইটওয়াচ ম্যান হিসেবে নামালে কিছু করতে পারবে। এই বিষয়গুলো আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমার মনে হয় নেটে আমাকে অনেক শট বল খেলায় কোচ। কিভাবে বল ছাড়তে হবে, কিভাবে সোজা ব্যাটে খেলতে হবে, কোচ (হাতুরাসিংহে) আমার ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছে।’ কিন্তু ব্যাটসম্যান রাব্বিকে নয়, বোলার রাব্বিকেই যে আগে দরকার। রাব্বি তাই বোলিংটাতেও জোর রাখছেন বেশি, ‘ও (ওয়ালশ) এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ করছে। কন্ডিশন ক্যাম্পের পর ফুল রিদমে এখনও বোলিং শুরু করা হয়নি। স্পট বোলিং নিয়ে আপাতত কাজটা শুরু করেছি।’ সঙ্গে যোগ করেন, ‘এতো বড় মাপের খেলোয়াড়। তার কথাতেইতো আমরা অনেক উপকৃত হই। আমাদের ট্যাকনিক্যাল বলেন, মানসিকভাবে বলেন, সবক্ষেত্রেই আমরা উপকৃত হয়েছি। আমাদের সঙ্গে তার সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ। এইজন্য কাজ করতে আমাদের সুবিধাই হয়।’
×