ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইউরো মহিলা ফুটবল

অস্ট্রিয়ার কাছে পয়েন্ট খোয়াল ফ্রান্স

প্রকাশিত: ০৪:২৭, ২৪ জুলাই ২০১৭

অস্ট্রিয়ার কাছে পয়েন্ট খোয়াল ফ্রান্স

স্পোর্টস রিপোর্টার ॥ আমনদিন হেনরি দ্বিতীয়ার্ধে দারুণ এক হেডে গোল করেন অস্ট্রিয়ার পক্ষে। আর সেই গোলেই চলমান মহিলা ইউরো ফুটবলে ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে স্বস্তির ড্র করেছে অস্ট্রিয়ান মেয়েরা। এবার ইউরোতে নতুন অস্ট্রিয়া। তাই দারুণ এ সাফল্যে তারা পেয়েছে জয়ের আনন্দ। আর এক গোলে পিছিয়ে থেকেও সুইজারল্যান্ড মহিলা দল ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। অস্ট্রিয়া মহিলা ফুটবল দল এবার ইউরোতে নবাগত হয়েও চমক দেখিয়ে চলেছে। ‘সি’ গ্রুপে ফ্রান্সের সঙ্গে সমান ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছে তারা। সুইজারল্যান্ডের মেয়েরা আছে পিছিয়ে। আর ইতোমধ্যেই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আইসল্যান্ডিক মেয়েদের। শনিবার রাতে ফরাসী মেয়েদের বিরুদ্ধে আগেই গোল করে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৭ মিনিটের সময় লিসা ম্যাকাস গোল করেন থ্রো-ইন থেকে দেশের হয়ে। প্রথমার্ধে আর সেটা পরিশোধ করতে পারেনি ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় তারা। ৫১ মিনিটের সময় এলিস বুসাগ্লিয়া হেডে গোল করেন (১-১)। অবশ্য ম্যাচের শুরুর দিকে ফ্রান্সের ম্যারি লরি ডেলি দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন। সেসব কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। মূলত অস্ট্রিয়ান গোলরক্ষক ম্যানুয়েলা জিন্সবার্গার দারুণভাবে ঠেকিয়ে দেন ওই আক্রমণ দুটি। দ্বিতীয়ার্ধেও তিনি দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। অস্ট্রিয়াও দুটি সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। ফরাসী কোচ অলিভিয়ের এখুয়াফনি ম্যাচ শেষে বলেন, ‘আমি মর্মাহত। আমাদের জয় প্রাপ্য ছিল। আমার মনে হয়েছে অস্ট্রিয়া আসলে খেলেনি। তারা আসলে বসে থেকে অপেক্ষা করছিল শেষ পর্যন্ত। আমরা তাদের সুযোগ করে দিয়েছি গোল করার।’ তবে এ বিষয়ে অস্ট্রিয়া কোচ ডমিনিক থ্যালহ্যামার বলেন, ‘ফ্রান্স বিশ্বমানের একটি দল। কিন্তু আমরা তাদের চাপে রাখতে পেরেছি প্রথমার্ধের ১৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধের শেষদিকে।
×