ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডায়মন্ড লীগে টম্পসনের চমক

প্রকাশিত: ০৬:৪৯, ১১ জুলাই ২০১৭

ডায়মন্ড লীগে টম্পসনের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই লন্ডনে শুরু হবে বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। তারই প্রস্তুতি মঞ্চ ডায়মন্ড লীগ মিট। এই ইভেন্টে নিজের চমক অব্যাহত রেখেছেন গ্রেট ব্রিটেনের তারকা এ্যাথলেট মো ফারাহ। রবিবার লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০০০ মিটার প্রতিযোগিতায় প্রত্যাশিতভাবেই জয় পেয়েছেন তিনি। বয়সে চৌত্রিশকেও ছাড়িয়ে গেছেন মো ফারাহ। কিন্তু চারবারের অলিম্পিক এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই বয়সেও ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। ডায়মন্ড লীগের মিটে ৩০০০ মিটার জয় তার বড় প্রমাণ। অথচ সাম্প্রতিক সময়ে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পার করতে হয়েছে তাকে। কেননা মার্কিন ডোপিং বিরোধী সংস্থার ফাঁস হওয়া এক প্রতিবেদনে যে উঠে এসেছিল, মোহাম্মদ ফারাহ’র আমেরিকান কোচ নাকি তার এ্যাথলেটদের নিষিদ্ধ বলবর্ধক খাইয়েছেন। ব্রিটিশ সাপ্তাহিক সানডে টাইমস মার্কিন ডোপিং বিরোধী সংস্থা ইউএসএডিএ’র একটি গোপন রিপোর্ট ফাঁস করে তা ছাপিয়ে দিয়েছিল। এরপরই এক বিবৃতিতে সোমালিয়া বংশোদ্ভূত কিংবদন্তি ব্রিটিশ এ্যাথলেট মো ফারাহ বলেছিলেন তিনি অনর্থক কিছু মিডিয়ার টার্গেটে পরিণত হয়েছেন। পর পর দুই অলিম্পিকে ৫০০০ কিমি এবং ১০,০০০ কিলোমিটারে সোনা জেতা এ্যাথলেট ফারাহ তখন বলেছিলেন, ‘আমি অত্যন্ত হতাশ যে এ রকম একটি বিষয়ের ওপর আমাকে বিবৃতি দিতে হচ্ছে...আমি একজন ক্লিন এ্যাথলেট এবং কখনোই আমি বলবর্ধক ওষুধ ব্যবহারে নিয়ম ভাঙ্গিনি।’ রবিবার ডায়মন্ড মিট লীগে ৩০০০ মিটারে জয়ের পরও উচ্ছ্বসিত ফারাহ জানিয়ে দিয়েছেন, ট্র্যাকের বাইরের এইসব বিষয় তার পারফমেন্সে মোটেই প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। এ প্রসঙ্গে ফারাহর অভিমত, ‘অন্য বিষয় মোটেই আমার মনোযোগ নষ্ট করতে পারেনি। আমিই আমার পায়ের নিয়ন্ত্রক। পরীক্ষায় আমি কখনোই ব্যর্থ হয়নি। বছরের পর বছর দারুণ উৎসাহ-উদ্দীপনা নিয়েই ট্র্যাকে দৌড়াই আমি। মঞ্চে উঠে দাঁড়াতে আমার ভাল লাগে। ভাল লাগে জাতীয় সঙ্গীত শুনতে এবং ব্রিটিশদের গর্বিত করতে। আমি যা করি তা ভালবাসা নিয়েই করি। এটাতে বলতে পারেন আমি খুবই সিদ্ধহস্ত।’ এদিকে ডায়মন্ড লীগ মিটের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন জ্যামাকার এলেইন টম্পসন। এদিন তিনি পেছন থেকে এসে হারিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ড্যাফনে শিপার্সকে। ১০০ মিটার ফিনিশিং লাইন স্পর্শ করতে এদিন তিনি সময় নেন মাত্র ১০.৯৪ সেকেন্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এমন পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট টম্পসন। শুধু তাই নয়, তার চোখে মুখে স্বপ্ন এখন লন্ডনের সেই টুর্নামেন্টে নিজেকে দারুণভাবে মেলে ধরার। আর এটাকে তার ঘরের মাঠের ইভেন্ট বলেই মনে হয়।
×