ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় পর্বে সিমোনা হ্যালেপ

প্রকাশিত: ০৬:৩৩, ৪ জুলাই ২০১৭

দ্বিতীয় পর্বে সিমোনা হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডন। পুরুষ এককে টুর্নামেন্টের প্রথমদিনই জয়ের দেখা পেয়েছেন জাপানের কেই নিশিকোরি, ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা এবং আমেরিকার সাম কুয়েরি। তবে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার বিতর্কিত খেলোয়াড় নিক কিরগিওস। এদিকে মহিলা এককে উইম্বলডনের প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসন কেইস। তবে টুর্নামেন্টের প্রথমদিনই ছিটকে পড়েছেন গ্রেট ব্রিটেনের লরা রবসন। ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন কেই নিশিকোরি। এরপর অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি জাপানের এই প্রতিভাবান টেনিস তারকা। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিয়মিতই। মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্ট উইম্বলডনের প্রথম রাউন্ডে সোমবার মার্কো সেচিনাতোর মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষকে এদিন কোন পাত্তাই দেননি নিশিকোরি। ৭২ মিনিটের লড়াই শেষে টুর্নামেন্টের নবম বাছাই নিশিকোরি ৬-২, ৬-২ এবং ৬-০ সেটে পরাজিত করেন ইতালির মার্কো সেচিনাতোকে। দিনের অন্য ম্যাচে ফ্রান্সের জো উইলফ্রেইড সোঙ্গা ৬-৩, ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন স্বাগতিক খেলোয়াড় ক্যামেরুন নোরিকে। অস্ট্রেলিয়ার নিক কিরগিওস এদিন মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের অখ্যাত খেলোয়াড় পিয়েরে হিউজেস হার্বাটের। তবে ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পরই রিটায়ার্ড নেন নিক কিরগিওস। এদিকে মহিলা এককে টুর্নামেন্টের হট ফেবারিট সিমোনা হ্যালেপ নিজের প্রথম ম্যাচে ৬-৪ এবং ৬-১ সেটে হারান নিউজিল্যান্ডের বাছাই মারিনা ইরাকোভিচকে। অন্য ম্যাচে উইম্বলডনের ১৭তম বাছাই মেডিসন কেইস ৬-৪ এবং ৬-২ সেটে হারান জাপানের নাও হিবিনোকে। কমনওয়েলথ দাবায় ফাহাদ-জিয়ার জয় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে সোমবার থেকে শুরু হয়েছে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। এদিন ক্যাটাগরি ইভেন্টের অনুর্ধ-২০, ১৮, ১৬, ১৪, ১২ ও ১০ গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। অনুর্ধ-১৬তে নাইম হক, ১৪তে ফিদেমাস্টার ফাহাদ রহমান, ১৪ বালিকা বিভাগে নোশিন আঞ্জুম, ১২তে তাহসিন তাজওয়ার জিয়া (গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে), ১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস, ১০-এ সৈয়দ রিদওয়ান এবং ৮-এ মনন রেজা নীড় প্রথম রাউন্ডের খেলায় জিতেছে। নাইম ভারতের থাঙ্গা শেরিফকে, ফাহাদ শ্রীলঙ্কার পেল্লাই তুয়ান এহসানকে, নোশিন দক্ষিণ আফ্রিকার বোয়সেন তিনেকেকে, তাহসিন ভারতের জালা আকসারকে, জান্নাত ভারতের যশবি গুপ্তাকে ও মনন ভারতের আরএস সুজিতকে হারায়। সাজিদুল ভারতের আয়ান সাভারওয়ালের সঙ্গে ড্র করে। রিদওয়ান বাই পায়।
×