ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

প্রকাশিত: ০৩:৩৫, ২৯ জুন ২০১৭

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিক ও শরণার্থীদের প্রবেশে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তার আংশিক কার্যকর হচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে। এর ফলে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না থাকলে ওই সব দেশের কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না। গত ২০ জানুয়ারি শপথ নেয়ার এক সপ্তাহের মাথায় ট্রাম্প কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। খবর বিবিসি অনলাইনের। এরপর ৬ মার্চ সংশোধিত আদেশে তালিকা থেকে ইরাকের নাম বাদ দিয়ে ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়ামেনের নাগরিকদের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি সব শরণার্থীদের ওপর ১২০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা কার্যকর হওয়ার আগে আটকে দেন ফেডারেল বিচারকরা। দেশটির সুপ্রীমকোর্ট সোমবার ট্রাম্পের ওই আদেশ আংশিক কার্যকরে হোয়াইট হাউসের আবেদন মঞ্জুর করে বলে এক প্রতিবেদনে বলা হয়। নিরাপদ যাত্রা কামনায় চীনের সাংহাইয়ের পুদং বিমানবন্দরে কাইয়ু (৮০) নামের এক কুসংস্কারাচ্ছন্ন বৃদ্ধা নিরাপদ যাত্রা কামনায় বিমানের ইঞ্জিনে একে একে নয়টি কয়েন ছুড়ে মারেন। টারমাক থেকে বিমানের আসনে যাওয়ার পথে ওই বৃদ্ধা কয়েনগুলো ইঞ্জিনে ছুড়ে মারেন। নিরাপদে থাকার প্রার্থনা জানাতেই তিনি এ কাজটি করেন। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ওই বৃদ্ধা তার স্বামী, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে বিমানটিতে ভ্রমণ করছিলেন। -বিবিসি বৃক্ষের শহর! ইতালিয়ান স্থপতি স্টেফানো বোয়েরি চীনের পূর্বাঞ্চলের নানজিং শহরকে গাছ দিয়ে সাজানোর পরিকল্পনা করেছেন। এতে তিনি ২৩ প্রজাতির গাছ ও দু’হাজার পাঁচ শ’র বেশি ঝোপঝাড় ব্যবহার করবেন। এটি তৈরি করা হবে একটি আবাসিক এলাকায়। যেখানে ২৪৭টি ঘরের একটি বিলাসবহুল হোটেল, একটি জাদুঘর, এমনকি সবুজে ঘেরা একটি স্কুলও থাকবে। শহরটি তৈরিতে এক লাখ লোক কাজ করছে। ২০২০ সালে শহরটি সবার জন্য উন্মুক্ত করা হবে। -গার্ডিয়ান
×