ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জন্মদিনটা সুখকর হলো না শিপার্সের

প্রকাশিত: ০৬:৪৬, ২৩ জুন ২০১৭

জন্মদিনটা সুখকর হলো না শিপার্সের

স্পোর্টস রিপোর্টার ॥ ওসলোয় এবার জন্মদিন পালন করলেন ড্যাফনে শিপার্স। ২৫তম জন্মদিনে তিনি অম্ল-মধুর অভিজ্ঞতা অর্জন করেছেন। কারণ একইদিনে তিনি দুই ধরনের স্বাদই নিয়েছেন। মহিলাদের ২০০ মিটার স্প্রিন্টে তিনি দুইবার ডিসকোয়ালিফাইড হন। এরপর বাদ পড়ার বিরুদ্ধে আপীল করে ঠিকই ফাইনাল খেলেন এবং জয়ও তুলে নেন। তবে জয়ের পর আবার ডিসকোয়ালিফাইড হয়ে যান। জয়ী ঘোষণা করা হয় আইভোরি কোস্টের মুরিয়েল আহুরকে। ২০১৫ বিশ্বচ্যাম্পিয়নশিপসের ২০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন শিপার্স। আর গত বছর রিও অলিম্পিকে রৌপ্য জয় করেন এই ইভেন্টে। এবার ফলস স্টার্টের কারণে ওসলো ডায়মন্ড লীগ মিটে বাদ পড়েছিলেন হিট থেকে। এরপর প্রতিবাদ জানিয়ে অংশগ্রহণের সুযোগ করে নেন শিপার্স। শেষ পর্যন্ত জিতেও গেলেন তিনিই। ২২.৩০ সেকেন্ড সময় নিয়ে জয় তুলে নেন এ ডাচ স্প্রিন্টার। কিন্তু এরপর আবার তাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়। ২২.৭৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন আইভোরিয়ান মুরিয়েল। কিন্তু তাকেই জয়ী ঘোষণা করা হয়। পরে আবার শিপার্সের বিরুদ্ধে আপীল করেন। তিনি দাবি করেন এক দর্শক উঠে দাঁড়িয়ে তার সিট তুলে ফেলায় কিছুটা মনোসংযোগ হারিয়ে ফেলেছিলেন। এ বিষয়ে শিপার্স বলেন, ‘প্রচুর পরিমাণে গোলমাল ছিল শুরুতে এবং মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে পড়েছিল।’ রিও অলিম্পিকে কানাডার ট্রিপল পদক জয়ী আন্দ্রে ডি গ্রাসি পুরুষদের ১০০ মিটারে জয় তুলে নেন ১০.০১ সেকেন্ড টাইমিংয়ে। ব্রিটেনের চিনজিদু উজাহ ১০.০২ সেকেন্ড টাইমিং নিয়ে খুব কাছাকাছিই ছিলেন। রোম ডায়মন্ড লীগে জিতেছিলেন তিনিই। তৃতীয় হন আইভোরি কোস্টের ইউসেফ মেইতে ১০.০৩ সেকেন্ড সময় নিয়ে। গ্রাসি জয়ের পর বলেন, ‘এটাই আমার মৌসুমের সেরা সাফল্য। আশা করছি রবিবার স্টকহোমে এটা অব্যাহত থাকবে। সেখানে আমি ১০ সেকেন্ডের নিচে শেষ করতে চাই। প্রথমবার সেটা করতে পারলে বিশ্ব আসরের জন্য কানাডার ট্রায়ালে আমার জন্য বেশ সুবিধা হবে।’ কাতারের মুতাজ ইসা ইব্রাহিম ২.৩৮ মিটার লাফিয়ে হাইজাম্পে জয় তুলে নেন। স্টেডিয়ামটির রেকর্ড ২.৩৫ মিটার। সেটা ভেঙ্গে ফেললেন তিনি। ১৯৮৯ সালে কিউবার জ্যাভিয়ের সোতোমেয়র ২.৩৫ মিটার লাফিয়েছিলেন। তিনি ২.৪৫ মিটার উচ্চতা লাফিয়ে এখন পর্যন্ত হাইজাম্পে বিশ্বরেকর্ডধারী। মহিলাদের ৮০০ মিটারে ১ মিনিট ৫৭.৫৯ সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমিনিয়া জয় পেয়েছেন। বুরুন্ডির ফ্রান্সিন নিয়োনসাবা ১ মিনিট ৫৮.১৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং কেনিয়ার মার্গারেট ওয়ামবুই ১ মিনিট ৫৯.১৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। রিও অলিম্পিকেও এই ইভেন্টে ফলাফলটা এ রকমই ছিল।
×