ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবল ॥ স্বস্তির জয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকো, রাশিয়া ০-১ পর্তুগাল, মেস্কিকো ২-১ নিউজিল্যান্ড

রাশিয়াকে হারিয়ে আমরা খুশি ॥ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ জুন ২০১৭

রাশিয়াকে হারিয়ে আমরা খুশি ॥ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়াকে হারিয়েছে পর্তুগাল। বুধবার রাতে কনফেডারেশন্স কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে স্বাগতিক রাশিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। পুরো ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও রাশান গোলরক্ষকের নৈপুণ্যে ব্যবধান বাড়াতে পারেনি ফার্নান্ডো সান্টোসের দল। ম্যাচ শেষে রোনাল্ডো জানান, রাশিয়াকে হারিয়ে তারা খুশি। গ্রুপের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকানরা। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। টানা দুই হারে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে। তবে এখনও কোন্ দুই দল সেমিফাইনালে যাবে তা নিশ্চিত নয়। তবে পর্তুগীজরা অনেকটাই নিরাপদ স্থানে। তাদের শেষ ম্যাচ দুর্বল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে হার এড়ালেই শেষ চারে উঠে যাবেন রোনাল্ডো, সিলভা, পেপেরা। তবে মেক্সিকো ও স্বাগতিক রাশিয়ার ভাগ্য এখনও সুতোয় ঝুলছে। দু’দল গ্রুপের শেষ মাচে মুখোমুখি হবে। তবে সুবিধাজনক অবস্থায় আছে মেক্সিকানরা। ম্যাচটি ড্র করলেও তারা উঠে যাবে সেমিতে। কিন্তু রাশিয়াকে সেমির টিকেট পেতে হলে জয় ছাড়া উপায় নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মাঠে গড়াবে শনিবার। সম্প্রতি রিয়াল মাদ্রিদে রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তার ওপর ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে রোনাল্ডোকে অভিযুক্ত করেছে স্প্যানিশ আদালত। আগামী মাসে তাকে আদালতে উপস্থিত হওয়ারও আদেশ দেয়া হয়েছে। যদিও সবকিছুকে পেছনে ফেলে অধিনায়কের কাছ থেকে মাঠে সর্বোচ্চ পারফর্মেন্সটাই আশা করেছিল সতীর্থরা। রোনাল্ডো অবশ্য দল ও সতীর্থদের হতাশ করেননি। চারবারের ব্যালন ডি’অর বিজয়ী ও বিশে^র সবচেয়ে ধনী ক্রীড়াবিদ রোনাল্ডো দেশের জার্সি গায়েও অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছেন। কনফেডারেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতেও তিনি ম্যাচ সেরা মনোনীত হয়েছিলেন। স্পার্টাক মস্কোতে পরশু রাতে পেয়েছেন প্রথম গোল। ম্যাচের আট মিনিটে রাফায়েল গুয়েরেইরোর ক্রস থেকে দারুণ হেডে রাশিয়ান গোলরক্ষক ইগোর আকিনফিভকে পরাস্ত করে। শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রাশিয়ান অধিনায়কের জন্য ম্যাচের শুরুটা তাই মোটেই সুখকর হয়নি। প্রথমার্ধে রোনাল্ডোর এই এক গোল ছাড়া উল্লেখযোগ্য আর কোন আক্রমণ করতে পারেনি দু’দল। বিরতির ঠিক পরপরই আন্দ্রে সিলভার শক্তিশালী হেড এক হাতে রক্ষা করেন আকিনফিভ। ম্যাচের শেষদিকে আক্রমণের চেষ্টা করে স্বাগতিকরা। তবে তারা পরাস্ত করতে পারেননি পর্তুগীজ গোলরক্ষক রুই প্যাট্রিসিয়াকে। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস দমিয়ে রাখেননি রোনাল্ডো। তিনি বলেন, আমরা খুব খুশি। এই প্রথমবার আমরা রাশিয়াকে হারালাম। আমাদের দল দারুণ খেলেছে। স্বাগতিক দর্শকদের বিরুদ্ধে জয়টা সহজ ছিল না। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরাই সেরা। তিনি আরও বলেন, আমরা জিতেছি এখন আমাদের ভা-ারে চার পয়েন্ট। দলের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সোচির অলিম্পিক স্টেডিয়ামে আরেক ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেয়েছে মেক্সিকো। পিছিয়ে পড়েও ম্যাচ বাঁচানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দলটি। আগের ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়নরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে দু’দলের যুদ্ধংদেহী মনোভাব উত্তাপ ছড়িয়েছে ম্যাচে। শেষের দিকে রেফারিকে ম্যাচ বন্ধও রাখতে হয়েছে কিছু সময়। ম্যাচের প্রথমার্ধে নিউজিল্যান্ডের প্রাধান্যটাই ছিল চোখে পড়ার মতো। অধিনায়ক ক্রিস উডের গোলে ৪২ মিনিটে এগিয়ে যায় ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নরা। বাকি তিন মিনিটে উড আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যেতে পারনি অল-হোয়াইটরা। বিরতির পর খোলস থেকে বেরিয়ে আসে মেক্সিকো। ম্যাচের ৫৪ মিনিটে রাউল জিমিনেসের গোলে সমতায় ফেরে ১৯৯৯ সালের শিরোপা জয়ীরা। এরপর ৭২ মিনিটে নিউজিল্যান্ডের জালে জয়সূচক গোলটি জড়ান অরিভে পার্লেটা মোরানেস। এরপরই দুই দলের খেলোয়াড়রা অহেতুক ঠোকাঠুকিতে জড়িয়ে পড়েন। সেটি রুখতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়েছে বেশ কয়েকবার। এক পর্যায়ে শেষের অতিরিক্ত সময়ে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি মিনিট চারেক ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর ফেরা হয়নি নিউজিল্যান্ডের। এই হারে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেছে তারা।
×