ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এএসপি মিজানুর রহমান হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৩০ জুলাই

প্রকাশিত: ০২:২৭, ২২ জুন ২০১৭

এএসপি মিজানুর রহমান হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৩০ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ জুলাই দিন রেখেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক মামলার এজহারটি গ্রহন করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমান হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন বিরুলিয়া ব্রিজের পাশ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করার সময় নিহতের গলায় গার্মেন্টের ঝুট কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, ওইদিন ভোরে সেহেরি খাওয়ার পর ভোর ৫টার দিকে সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে কর্মস্থল সাভারের উদ্দেশে রওনা হওয়া এএসপি মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণার করা হচ্ছে। এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছোট ভাই মাসুম তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
×