ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফুটবল সংগঠক বাদলের মৃত্যুতে শোক

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৭

ফুটবল সংগঠক বাদলের মৃত্যুতে শোক

স্পোর্টস রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সহ-সভাপতি এবং স্পন্দন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এম এ আজিম বাদল (৭০) শনিবার সকালে ঢাকার লক্ষ্মীবাজার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তিনি কিছুদিন পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ও দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর লক্ষ্মীবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বাদলের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বাফুফে। মহিলা হকি প্রশিক্ষণ স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদফতরের উদ্যোগে জাতীয় দল গঠনের পরিকল্পনার অংশ হিসেবে মহিলা হকির আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শেষ হয়েছে। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলা হকি খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন। ক্রীড়া পরিদফতরের পরিচালক ডা. আমিনুল ইসলাম, উপ-পরিচালক নাজমুল হাসান লোভন, সহকারী পরিচালক তারিকউজ্জামান। ১০ দিনব্যাপী মহিলা হকির প্রশিক্ষণে উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় হোসেন ইমাম চৌধুরী শান্টা, জাতীয় ক্রীড়া পরিষদের কোচ আজিজ উল্লাহ হায়দার ও হেদায়েতুল ইসলাম রাজীব। গত ৭ জুন ৪৫ খেলোয়াড় নিয়ে শুরু হয় ক্যাম্প। পরবর্তীতে আরও ১২ খেলোয়াড় মোট ৫২ মেয়ে অংশগ্রহণ করে এই প্রশিক্ষণে।
×