ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাইলস্টোন ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠবেন যুবরাজ?

প্রকাশিত: ০৭:১৩, ১৫ জুন ২০১৭

মাইলস্টোন ম্যাচে ভয়ঙ্কর হয়ে উঠবেন যুবরাজ?

স্পোর্টস রিপোর্টার ॥ যুবরাজং সিং। বড় টুর্নামেন্টের বড় পারফর্মার। যুবির চোখ ধাঁধানো অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভর করেই ২০১১ সালে দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ পুনরুদ্ধার করে মহেন্দ্র সিং ধোনির দল। আরও একটি বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি ভারত। মাত্র পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলতে নামছেন যুবরাজ। দারুণ ছন্দে রয়েছেন তুখোড় এই তারকা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩২ বলে ৫৩ রানের টর্নেডো ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন। সেমির টিকেট পেতে ‘ডু অর ডাই’ হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৩ রানের ইনিংসে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন। মাইলস্টোনের ম্যাচে আজ বাংলাদেশের জন্য সত্যিকারের হুমকি হয়ে উঠতে পারেন যুরবাজ। টিম-ইন্ডিয়ার যখন ফাইনালে পা দেয়ার অপেক্ষায় অধীর হয়ে প্রহর গুনছে ক্রিকেট পাগল আপামর ভারতবাসী তখন নিঃশব্দে মাইলস্টোন ম্যাচে প্রিয় যুবির নৈপুণ্য দেখার অপেক্ষায়। ভারতের হয়ে ৩০০ বা তারবেশি ওয়ানডে খেলা অপর চার ক্রিকেটারের চারজনই গ্রেট, তারা হলেনÑ শচীন টেন্ডুলকর (৪৬৩), রাহুল দ্রাবিড় (৩৪০), মোহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), সৌরভ গাঙ্গুলী (৩১১)। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় ভারতের হয়ে দর্শনীয় পারফরর্মেন্স ক্যান্সার জয়ী এই ক্রিকেটারের। ২০১১ বিশ্বকাপে তার অলরাউন্ড নৈপুণ্যের ওপর ভর করেই দেশের মাঠে বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রেট শচীনকে উৎসর্গ করেছিলেন তিনি। শুধু ২০১১ বিশ্বকাপই নয়, ২০০৭ টি২০ বিশ্বকাপেও যুবরাজের পারফর্মেন্স ছিল চোখ ধাঁধানো। এখানেই সেই বিশ্ব বিখ্যাত স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি মেরেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আজকের ম্যাচের ফোকাসে বিরাট কোহালি থেকে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার থেকে রবিচন্দ্রন অশ্বিন, সকলেই। কিন্তু আরও একজন যে রয়েছেন যিনি কেড়ে নিতে পারেন সব আলো। একে তো নিজের ৩০০তম একদিনের ম্যাচটি খেলতে নামবেন যুবরাজ। তাও ভারতের দীর্ঘ ইতিহাসের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে। ক্যান্সারকে জয় করে ফিরেছেন ক্রিকেট মাঠে। তার ওপর যা ম্যাজিক দেখিয়েছেন যা দেখে চিন্তার ভাঁজ পড়তে পারে বাংলাদেশের কপালে। আবার সেই ম্যাজিকের ভিডিও পোস্টও করেছেন তার নিজস্ব ইনস্টাগ্রাম ওয়ালে। এই একই ম্যাজিকে তার ব্যাটও কথা বলবে কি না তা সময়ই বলবে। ২০০০ সালে অভিষেক যুবরাজের প্রায় ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২৯৯ ওয়ানডেতে করেছেন ৮৬২২ রান। সেঞ্চুরি ১৪ ও হাফ সেঞ্চুরি ৫২টি। পাশাপাশি বাঁহাতি অফস্পিনে ৩৫ বছর বয়সী ঝুলিতে পুরেছেন ১১১টি উইকেট।
×