ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মরকেল হুমকি মনে করছেন ভারতীয় অধিনায়ককে

কোহলি আতঙ্কে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৩:৫৫, ৯ জুন ২০১৭

কোহলি আতঙ্কে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিরুদ্ধে হার না মানা ৮১ রানের একটি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ভারতের অধিনায়ক অন্যতম ব্যাটিং স্তম্ভ দলটির। রবিবার ওভালে এই ভারতের বিরুদ্ধেই ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একটি করে জয়-পরাজয় দেখা দলটি রানরেটে ভালভাবে এগিয়ে থাকলেও ভারতের বিরুদ্ধে না জিততে পারলে সেমিফাইনালে উঠতে পারবে না। সেই লড়াইয়ের আগেই ভারতীয় দলকে নিয়ে বিশ্লেষণ করছে প্রোটিয়ারা। দলের অন্যতম পেসার মরনে মরকেল জানিয়েছেন তিনি কোহলিকে আটকানো নিয়েই ভাবছেন বেশি। গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল ভারতীয় দল। এবারও দুর্দান্তভাবে শুরু করেছে কোহলিরা। প্রথম ম্যাচে পাকদের বিরুদ্ধে ৮১ রানের হার না মানা ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি তিনি। শূন্য রানেই সাজঘরে ফিরে গেছেন। কিন্তু উইকেটে টিকে গেলে বিশ্বের যে কোন দলের জন্যই ভীতিকর তিনি। বিষয়টা বেশ ভালভাবেই জানা সবার। এ কারণে কোহলিকে নিয়ে এখন থেকেই পরিকল্পনা করছে প্রোটিয়া শিবির। বৃষ্টি বৃঘিœত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৯ রানে পাকদের কাছে হেরে এখন বেকায়দায় পড়ে গেছে দলটি। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে জিতলেই শুধু নিশ্চয়তা থাকবে সেমিফাইনালে ওঠার। পাকদের বিরুদ্ধে বৃষ্টি আক্রান্ত ম্যাচে ঝড় তুলেছিলেন প্রোটিয়া পেসার মরকেল। ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করে পাক ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। তবে কোহলিকে নিয়ে এখন থেকেই দুঃশ্চিন্তা করছেন তিনি। মরকেল বলেন, ‘রবিবার আমাদের জন্য অনেক বড় একটা দিন হতে যাচ্ছে। ভারতকে ছাপিয়ে জয় নিয়ে বের হতে হলে দলগতভাবে আমাদের জ্বলে উঠতে হবে। যেভাবেই হোক আমরা জিততে চাই। কোহলিকে কিভাবে আটকানো যাবে আপনারা কেউ বলতে পারবেন আশাকরি।’ চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজ থেকেই দলে ফেরেন মরকেল। এর আগ পর্যন্ত গত বছর জুনের পর আর কোন ওয়ানডে খেলেননি ৩২ বছর বয়সী এ পেসার। টুর্নামেন্টের দলেও তাকে নেয়া হয়েছে, যার কারণ হিসেবে কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন এতে করে দলের ব্যাটিং লাইনআপ আরও দীর্ঘ হবে। তাছাড়া ১১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বোলিং আক্রমণের ক্ষেত্রেও বেশ কার্যকর ভূমিকা রাখতে পারবেন মরকেল। তিনি বলেন, ‘গত আট মাসে অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম। যখন মাঠে ফিরলাম নিজেকে বললাম এটাই দারুণ সুযোগ নিজেকে ফিরে পাওয়ার।’
×