ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সেমিতে বাসিনস্কি-অস্টাপেঙ্কোর লড়াই

প্রকাশিত: ০৪:৩৪, ৮ জুন ২০১৭

সেমিতে বাসিনস্কি-অস্টাপেঙ্কোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিমিয়া বাসিনস্কি এবং জেলেনা অস্টাপেঙ্কো। মঙ্গলবার শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের ৩০তম বাছাই তিমিয়া বাসিনস্কি ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফরাসী তারকা ক্রিস্টিনা মাদেনোভিচকে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চমক দেখিয়েছেন জেলেনা অস্টাপেঙ্কো। লাটভিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় অস্টাপেঙ্কো কঠিন লড়াইয়ের পর ৪-৬, ৬-২ এবং ৬-২ সেটে পরাজিত করেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালের টিকেট কাটলেন তিমিয়া বাসিনস্কি। এর আগে ২০১৫ সালেও মেজর এই টুর্নামেন্টের শেষ চারে উঠেছিলেন তিনি। কিন্তু সেবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে সুইজারল্যান্ডের এই টেনিস তারকার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। তবে দ্বিতীয়বারের মতো রোলাঁ গ্যারোর এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত এই সুইস তারকা। তবে এই ম্যাচটা স্থায়ী হয়েছিল প্রায় তিন ঘণ্টা। দুইবার হানা দেয় বৃষ্টি। ম্যাচ শেষে তিমিয়া বাসিনস্কি তার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দিনটা খুবই কঠিন ছিল। খুব ভাল আবহাওয়া নিয়েই খেলা শুরু করি। তারপর বৃষ্টি এবং প্রচ- বাতাস। মনোযোগ ধরে রাখাটাই খুব কঠিন ছিল। পরিস্থিতিটা সমর্থকদের জন্য খুব কষ্টকর ছিল। তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে তবে শেষ পর্যন্ত ম্যাচটা জেতায় আমার সত্যিই খুব ভাল লাগছে।’ মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল জিতে নতুন ইতিহাস গড়েছেন লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো। প্রথম কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করলেন তিনি। তাও আবার বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে। তবে ম্যাচটা সহজ ছিল না ১৯ বছর বয়সী অস্টাপেঙ্কোর। এ বিষয়ে তিনি বলেন, ‘ম্যাচটা খুবই কঠিন ছিল। কারণ ওজনিয়াকি প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। কোর্ট থেকে আমাদের দু’জনকেই দুইবার বেরিয়ে যেতে হয়।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকি, কিন্তু ড্যানিশ এই টেনিস তারকার দুর্ভাগ্য এখন পর্যন্ত মেজর কোন শিরোপার স্বাদ পাননি তিনি। তার অনেক ভক্ত-অনুরাগীরাই এবার আশা করেছিলেন চমকপ্রদ কিছু করে দেখাবেন ১১তম বাছাই হিসেবে খেলতে নামা ওজনিয়াকি। কিন্তু এবারও ভক্ত-অনুরাগীদের হতাশ করলেন ডেনমার্কের এই টেনিস তারকা। অন্যদিকে ওজনিয়াকিকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার রোলাঁ গ্যারোর শেষ চারে জায়গা করে নিলেন অস্টাপেঙ্কো। ফাইনালে উঠার লক্ষ্যে আজ শেষ চারে কোর্টে নামবেন লাটভিয়ার এই টেনিস তারকা। যেখানে তার প্রতিপক্ষ তিমিয়া বাসিনস্কি। মজার ব্যাপার হলো, দু’জনেরই জন্ম দিন আজ। জেলেনা অস্টাপেঙ্কো যখন বিশ বছরে পা দিতে যাচ্ছেন তখন তিমিয়া বাসিনস্কি পা রাখবেন আটাশে। আরও একটা জায়গায় দারুণ মিল তাদের। দ্বৈতে একত্রে জুটি বেঁধেও খেলেছেন টেনিসের এই দুই তারকা। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে জিমে একে অপরের সঙ্গে দেখাও হয়েছে তাদের। যেখানে দু’জনেই দু’জনকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে জড়িয়ে নিয়েছেন বুকেও। তাই এই ম্যাচ ঘিরেই এখন ভক্তদের মনে বাড়তি উত্তেজনা। তবে তিমিয়া বাসিনস্কির উচ্ছ্বাসটা যেন একটু বেশিই। তাই তো ম্যাচ শেষে সুইজারল্যান্ডের এই টেনিস তারকা বলেন, ‘সত্যিই আমাদের গল্পটা দারুণ। গত বছর উহান ওপেনেও দ্বৈতে জুটি বেঁধে একত্রে খেলেছি আমরা। অনেক সময় একত্রে অনুশীলনও করেছি আমরা। সে খুবই ভাল মেয়ে। আজকের ম্যাচ শেষেও জিমে দেখা হয়েছে আমাদের। দু’জনকেই দু’জনে অভিনন্দন জানিয়েছি এবং বুকে জড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের দু’জনের জন্মও একইদিনে। এটাও খুব মজার।’ তবে বয়স বেশি হওয়ায় অভিজ্ঞতায় যে বাসিনস্কি এগিয়ে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন ম্যাচের আগেই।
×