ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ॥ প্রাইম দোলেশ্বর ও মোহামেডানের জয়

প্রাইম ব্যাংককে হারিয়ে শীর্ষে আবাহনী

প্রকাশিত: ০৬:২১, ২৫ মে ২০১৭

প্রাইম ব্যাংককে হারিয়ে শীর্ষে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল আবাহনী লিমিটেড। বুধবার প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৬০ রানে হারিয়ে শীর্ষস্থানটি পেল আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে দিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ রানে হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী ও প্রাইম দোলেশ্বর জিতে গাজী গ্রুপকে পেছনে ফেলে দিল। সমান ১৮ পয়েন্ট আছে তিন দলেরই। তবে রানরেটে এ মুুহূর্তে আবাহনী সবার ওপরে চলে গেছে। প্রাইম দোলেশ্বর তার পরেই আছে। গাজী গ্রুপ তিন নম্বরে নেমে গেছে। বিকেএসপি চার নম্বর মাঠে আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচে শুরুতেই বৃষ্টির বাধা পড়ে। শুরুতেই ম্যাচের পরিধি ৪৭ ওভারে গিয়ে দাঁড়ায়। টসে হেরে আগে ব্যাট করে আবাহনী। লিটন কুমার দাসের ৮৫, নাজমুল হোসেন শান্তর ৬৫, মোহাম্মদ মিঠুনের ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ৪৭ ওভারে ৩২১ রান করে আবাহনী। আল আমিন হোসেন ও আরিফুল হক ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৩.৩ ওভারে ২৭৩ রান করতেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে জাকির হাসান সর্বোচ্চ ৫৫ রান করেন। বল হাতে মনন শর্মা নেন ৩ উইকেট। ফতুল্লায় বিশাল রান করে মোহামেডান। রনি তালুকদারের ৯২, শামসুর রহমান শুভ’র ৭৪, নাজমুল হোসেন মিলনের ৪৭ রানে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২৪ রান করে মোহামেডান। মোহাম্মদ শাহজাদা ও আবু হায়দার রনি ২টি করে উইকেট নেন। জবাবে গাজী গ্রুপ ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩১৭ রান করে। মুনিম শাহরিয়ার ৮৮ রান করেন। বিকেএসপি তিন নম্বর মাঠেও বৃষ্টির বাধায় ম্যাচের ওভার কমে যায়। ৪৬ ওভারে খেলা হয়। প্রাইম দোলেশ্বর আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভারে ২৭৪ রান করে। ইমতিয়াজ হোসেন একাই ১০৯ বলে ১৭ চার ও ৪ ছক্কায় ১২৮ রান করেন। জবাবে বৃষ্টি আবার ম্যাচে ব্যাঘাত ঘটায়। বৃষ্টি আইনে গিয়ে শেখ জামালের সামনে জিততে ৪৬ ওভারে ২৯২ রানের টার্গেট দাঁড় হয়ে যায়। এই রান করতে গিয়ে ৪২.২ ওভারে ২৫১ রান করে অলআউট হয়ে যায় শেখ জামাল। তানভির হায়দার সর্বোচ্চ ৪৬ রান করতে পারেন। চতুরঙ্গা ডি সিলভা, আরাফাত সানি, ফরহাদ রেজা ও হাবিবুর রহমান ২টি করে উইকেট শিকার করেন। স্কোর ॥ আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচÑ বিকেএসপি-৪ আবাহনী ইনিংস ৩২১/৬; ৪৭ ওভার (লিটন ৮৫, শান্ত ৬৫, মিঠুন ৬০, সাইফ ৪৬; আল আমিন ২/৪৩)। প্রাইম ব্যাংক ইনিংস ২৭৩/১০; ৪৩.৩ ওভার (জাকির ৫৫, নাহিদুল ৪৩, অভিমান্নু ৪৩; মনন ৩/৫৪)। ফল ॥ আবাহনী বৃষ্টি আইনে ৬০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ লিটন কুমার দাস (আবাহনী)। মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচÑ ফতুল্লা মোহামেডান ইনিংস ৩২৪/৮; ৫০ ওভার (রনি ৯২, শামসুর ৭৪, মিলন ৪৭, শাহজাদা ২/৫২)। গাজী গ্রুপ ইনিংস ৩১৭/৮; ৫০ ওভার (মুনিম ৮৮, সোহরাওয়ার্দী ৫৭*; রাব্বি ২/৫৯)। ফল ॥ মোহামেডান ৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রনি তালুকদার (মোহামেডান)। প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ম্যাচÑ বিকেএসপি-৩ প্রাইম দোলেশ্বর ইনিংস ২৭৪/৭; ৪৬ ওভার (ইমতিয়াজ ১২৮, শাহরিয়ার ৬৭; তানভির ২/৫৮)। শেখ জামাল ইনিংস ২৫১/১০; ৪২.২ ওভার (তানভির ৪৬, মাহবুবুল ৪৪, প্রশান্ত ৪৩; সিলভা ২/৩৮)। ফল ॥ প্রাইম দোলেশ্বর বৃষ্টি আইনে ৪০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইমতিয়াজ হোসেন (প্রাইম দোলেশ্বর)।
×