ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিসিসিআইয়ের কাছে ৬০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় পিসিবি

পাক-ভারত ক্রিকেট লড়াই আদালতে!

প্রকাশিত: ০৪:১৬, ৫ মে ২০১৭

পাক-ভারত ক্রিকেট লড়াই আদালতে!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ৬০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, ‘যে চুক্তি ছিল তা ভঙ্গ করেছে ভারত ক্রিকেট বোর্ড। এজন্য আমাদের ক্ষতি হয়েছে ৬০ মিলিয়ন ডলার।’ ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই তুমুল উত্তেজনাকর। দুইদেশের ক্রিকেটপ্রেমীরা ছাড়াও এই দুই দলের ম্যাচ দেখতে উন্মুখ থাকে পুরো ক্রিকেট বিশ্ব। অথচ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কোন সম্ভাবনাই এখন আর নেই। সম্প্রতি পাকিস্তানে ভারতীয় সেনার শিরñেদ নিয়ে দুইদেশের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এরই মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আইনী নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। দুই বছর পেরিয়ে গেলেও সিরিজ খেলার প্রতি ভারত কোন আগ্রহই দেখায়নি। আর এজন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিসিবি। এরই ফলশ্রুতিতে ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনী নোটিস পাঠিয়েছে পিসিবি। দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। এর মাঝে আবার এই আইনী নোটিস দুইদেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে সন্দেহ নেই। এদিকে আইনী নোটিসের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘যত দূর জানি, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার চুক্তিতে সবসময় একটা জিনিস লেখা থাকে। সরকারের অনুমোদন সাপেক্ষ। পাকিস্তানের সঙ্গে খেলিনি কারণ সরকারও অনুমোদন দেয়নি।’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার দাবি, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি ছিল পাকিস্তান দল। ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি বিষয়টি ঝুলিয়ে রেখে আর খেলতে চায়নি। এদিকে এমন অভিযোগের জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার ভাষ্য, ‘পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ কেন্দ্রে খেলতে গেলেও সরকারের অনুমতি লাগে।’ এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।
×