ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

র‌্যাপিড দাবায় জিয়া মিলিতভাবে শীর্ষে

প্রকাশিত: ০৬:২৬, ৩ মে ২০১৭

র‌্যাপিড দাবায় জিয়া মিলিতভাবে শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ মহান মে দিবস উপলক্ষে শেখ রাসেল চেস ক্লাবের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় মে ডে ফিদে র‌্যাপিড দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৪ দাবাড়ু চার পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবু হানিফ, সিরাজুল কবীর ও সোহেল চৌধুরী। ফাহাদের শিরোপা অক্ষুণ্ণ স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকার লিটল জুয়েল ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ফাহাদ ৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টানা চতুর্থবারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হলো। এ আসরে ফাহাদের এটি সার্বিকভাবে পঞ্চম শিরোপা। ছয় পয়েন্ট নিয়ে ময়মনসিংহের সুব্রত বিশ্বাস রানারআপ এবং সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে সিরাজগঞ্জের নাঈম হক তৃতীয় হয়। বালিকা বিভাগে নরসিংদীর নোশিন আঞ্জুম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নোশিন ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট লাভ করে। ৬ পয়েন্ট নিয়ে ঢাকার জান্নাতুল ফেরদৌস রানারআপ হয়।
×