ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদের রুদ্ধশ্বাস জয়

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ এপ্রিল ২০১৭

হায়দরাবাদের রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচে সোমবার তারা ৫ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। এদিনও হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৭০ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। ১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮২ রানেই মূল্যবান ৬ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। তারপরও পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন মানান ভোরা। কিন্তু দুর্ভাগ্য এই ড্যাশিং ওপেনারের। ৫০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। এর ফলে পাঞ্জাবও গুটিয়ে যায় ১৫৪ রানে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভুবনেশ্বর কুমার।
×