ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফিফা কনফেডারেশন্স কাপ

রাশিয়া যাচ্ছে বাংলাদেশের রাব্বি

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ এপ্রিল ২০১৭

রাশিয়া যাচ্ছে বাংলাদেশের রাব্বি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত রাশিয়ায় ফিফা কনফেডারেশন্স কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট উপলক্ষে গাজপ্রুমস ফিফথ সিজন অব দ্য ফুটবল ফর ফ্রেন্ডশিপ প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে। এই প্রোগ্রামে ৬৪ দেশের সঙ্গে বাংলাদেশ প্রথমবার অংশ নেবে। এতে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে অ-১২ বয়সের ১ জন ছেলে/মেয়ে অংশ নেবে (যার জন্ম ০১-০১-২০০৫ সালের পরে এবং ফুটবল খেলায় ও ইংরেজীতে পারদর্শী হতে হবে)। এই বাছাই খেলোয়াড় বাংলাদেশের এ্যাম্বাসেডর হিসেবে প্রতিনিধিত্ব ও খেলায় অংশগ্রহণ করবে। এ উপলক্ষে রবিবার বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে আগ্রহী খেলোয়াড়দের ট্রায়াল অনুষ্ঠিত হয়। দুই শতাধিক ফুটবলার থেকে বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি এবং বাফুফের প্রশিক্ষকরা ট্রায়ালের মাধ্যমে গোলাম রাব্বিকে বাছাই করেন। রাব্বি নারায়ণগঞ্জের আলম চাঁন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ক্ষমা চাইবেন না মেসি! স্পোর্টস রিপোর্টার ॥ বেশ বিপাকে আছেন লিওনেল মেসি। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে চার ম্যাচ নিষিদ্ধ তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে ‘অশালীন’ ভাষায় তর্ক করায় মেসিকে নিষিদ্ধ করেছে ফিফা। এটা নিয়ে এখন সরগরম ফুটবলবিশ্ব। জোর গুঞ্জন, ফিফার কাছে ক্ষমা চাইলে নিষেধাজ্ঞা মওকুফ হয়ে যাবে মেসির। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক নাকি তাতে রাজি নন। আগামী ৪ মে জুরিখে ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার কথা মেসির। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, মেসি হাজির হলেও, নিজের আচরণের জন্য ক্ষমা চাওয়ার ইচ্ছা তার নেই। অথচ সেরা তারকার নিষেধাজ্ঞা কমিয়ে আনতে জোর চেষ্টা করছে আর্জেন্টিনার ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। যত দ্রুত সম্ভব মেসির বিষয়টি নিষ্পত্তি করতে চায় দেশটি। সম্প্রতি মেসির সঙ্গে কথা বলতে বার্সিলোনায় উড়ে গিয়েছিলেন এএফএ’র নতুন সভাপতি ক্লোডিও টাপিয়ে। নিষেধাজ্ঞা কমানোর করণীয় সব পরিকল্পনার বিষয়ে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে কথাও বলেছেন তিনি। টাপিয়ের আশা পুরো চার ম্যাচে বাইরে নাও বসে থাকতে হতে পারে আলবিসেলেস্তা তারকাকে। সেজন্য সব আইনী বিষয়গুলো ঘেটে দেখছে দেশটি। কিন্তু মেসি যদি ক্ষমা না চান তাহলে হয়ত নিষেধাজ্ঞা উঠবে না। এএফএ’র কর্মকর্তারা আগামী মাসে জুরিখে ফিফার দফতরে হাজির হওয়ার সময় সঙ্গে একটি ভিডিও ক্লিপিং নিয়ে যাবেন। সেখানে দেখানো হবে, চিলি ম্যাচে সহকারী রেফারির সঙ্গে তর্ক করার সময় মেসি আক্ষরিক যে শব্দগুলো ব্যবহার করেছিলেন সেটা তিনি বার্সিলোনার হয়ে ট্রফি জেতার পরেও করেছিলেন। ভিডিও ক্লিপিং দেখিয়ে এএফএ প্রমাণ করতে চায়, মেসি অশালীন ভাষা ব্যবহার করেননি। আর্জেন্টিনার একটি সংবাদপত্রের খবর, মেসি নাকি জানিয়েছেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। তাতে নির্বাসন না উঠলেও বিচলিত হবেন না। মেসিকে ছাড়া আট ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে আর্জেন্টিনার অর্জন ১৫ পয়েন্ট। শীর্ষ চার টিম বিশ্বকাপের মূল পর্বে উত্তীর্ণ হবে। পঞ্চম দলটিকে প্লে অফ বাধা উতরে যেতে হবে। আর এর নিচে শেষ করলে ১৯৭০-এর পর এই প্রথম কোন বিশ্বকাপে আর্জেন্টিনা হয়ে থাকবে শুধুই দর্শক।
×