ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:১৫, ১১ এপ্রিল ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ পঞ্চম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস ২০১৭ চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েটসহ ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে তারা। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পথে এ্যাথলেটিক্স ও বিভিন্ন ক্রীড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের দল ১৪ স্বর্ণপদকসহ মোট ৩১ পদক পেয়েছে। সোমবার বিজয়ী দলকে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানান। চলতি বছরের ২৮ মার্চ থেকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়াযজ্ঞের এই আসর বসে। পঞ্চম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনসহ অনেকেই।
×