ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রোমারিও’র চোখে নেইমারই এখন বিশ্বসেরা!

প্রকাশিত: ০৬:০৮, ৯ এপ্রিল ২০১৭

রোমারিও’র চোখে নেইমারই এখন বিশ্বসেরা!

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশক ধরেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রাজত্ব দেখেছে ফুটবল বিশ্ব। সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন নেইমারও। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা কিংবা জাতীয় দল, উভয় জার্সিতেই নেইমার দুর্বার। এই সময়ে অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়ার কারণে নেইমারকে মেসি-রোনাল্ডোর চেয়েও সেরা হিবেবে আখ্যায়িত করেছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোমারিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সময়ে নেইমার ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ও সে। বার্সা আর সেলেসাওদের হয়ে সে যা করছে তাতে তাকে বিশ্বের এক নম্বর বলার সময় বোধ হয় এসে গেছে।’ প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এতে বড় ভূমিকা রেখেছেন নেইমার। বাছাইপর্বে অসাধারণ খেলা এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড করেছেন ৬ গোল। সে তো গেল জাতীয় দলের পারফর্মেন্সের কথা। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার হয়েও দারুণ ছন্দে রয়েছেন ২৫ বছর বয়সী এই তারকা। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালানদের হয়ে করেছেন ১৫ গোল। গত সপ্তাহে বার্সিলোনার হয়ে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। যা বার্সার জার্সিতে তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে অবিস্মরণীয় এক কীর্তিও। শুধু রোমারিও একাই নন, নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের বর্তমান কোচ তিতেও। যার অধীনেই টানা নয়টি ম্যাচ জিতেছে ব্রাজিল। এর মধ্যে আটটিই বিশ্বকাপের বাছাইপর্বে। বাকি একটি প্রীতি ম্যাচে। তিতের অধীনেও যেন আগের চেয়ে অনেক ভাল খেলছেন নেইমার। ব্রাজিলের একটি রেডিওকে তিতে বলেছেন, ‘গত চার মাসের সেরা ফুটবলার নেইমার।’ রাশিয়া বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল। কারণ বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে দলটিতে। নেইমার ছাড়াও যেখানে রয়েছে কুটিনহো, ফিরমিনো, জেসুসের মতো খেলোয়াড়। তবে নেইমারের প্রতি যেন একটু বেশিই আস্থা রাখছেন রোমারিও। তার মতে ব্রাজিলকে রাশিয়া বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নেইমার। এ বিষয়ে রোমারিও বলেন, ‘নেইমারের মতো ফুটবলারের ওপর আমাদের সকল আস্থা রয়েছে। যে সকল খেলোয়াড়রা ব্রাজিলকে রাশিয়া বিশ্বকাপ জেতাতে পারে তাদের মধ্যে নেইমার একজন।’ এদিকে ব্রাজিলের তরুণ স্ট্রাইকার ভিনিশাস জুনিয়রকে পেতে মরিয়া হয়ে উঠেছে নেইমারেরই ক্লাব বার্সিলোনা। সেজন্য ফ্লেমেঙ্গোর সাথে আলোচনায় বসার প্রস্তুতিও নিচ্ছে কাতালান ক্লাবটি। এ ব্যাপারে ইতোমধ্যেই ভিনিশাসের বাবার সাথে কথা হয়েছে বলে সূত্র মতে জানা গেছে। তাই চুক্তির ব্যাপারে উভয়পক্ষই বেশ আশাবাদী। ২০১৭ সালে অনুর্ধ-১৭ দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন ভিনিশাস। ওই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় মনোনীত হন। ইতোমধ্যেই তাকে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে তুলনা করা শুরু হয়েছে। যদিও ভিনিশাসকে পাওয়া কাতালানদের জন্য খুব একটা সহজ হবে না। ১৬ বছর বয়সী এই তরুণকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান এলিট ক্লাব বেশ সতর্ক দৃষ্টি রাখছে। তবে শেষ পর্যন্ত কারা তাকে কিনে নিতে পারবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×