ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাক টেস্ট দলেও শাদাব

প্রকাশিত: ০৬:৩৪, ৭ এপ্রিল ২০১৭

পাক টেস্ট দলেও শাদাব

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতিই টি২০ ক্রিকেটে উজ্জ্বল অভিষেক হয়েছে শাদাব খানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এ পাকিস্তানী লেগস্পিনার। আর সে কারণে ঠাঁই করে নিয়েছেন পাকিস্তানের টেস্ট দলেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে আগের মতোই উপেক্ষিত টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তবে দলে ফিরেছেন আহমেদ শেহজাদ ও শান মাসুদ। এবার পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরে দারুণ চমক দেখান তরুণ শাদাব। সে কারণে ক্যারিবীয়দের বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ করে নেন জাতীয় দলে। প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট নিয়ে চমক দেখান ক্রিকেট বিশ্বকে। পরের ম্যাচে নেন ৪ উইকেট। ব্যাটসম্যানদের জন্য ভয়ানক শাদাবের লেগস্পিন সেটার প্রমাণ হয়ে যায়। সেটার পুরস্কার পেয়ে গেলেন এবার টেস্ট দলে জায়গা করে নিয়ে। প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক এ বিষয়ে বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের বিষয়টি মাথায় রেখেই টেস্ট দল গড়া হয়েছে। এছাড়া খেলোয়াড়দের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফর্মেন্সের বিষয়টাও এখানে বিবেচনা করা হয়েছে।’ এ সিরিজেও মিসবাহ-উল-হক পাকদের টেস্টে নেতৃত্ব দেবেন। ৪২ বছর বয়সী এ ব্যাটসম্যান অবশ্য জানিয়ে দিয়েছেন এ সিরিজ শেষেই অবসরে যাবেন তিনি। শাদাবের বিষয়ে ইনজামাম বলেন, ‘যতটা আমরা ভেবেছিলাম তারচেয়ে ভাল নৈপুণ্য দেখিয়েছে শাদাব। প্রত্যাশার বাইরে ছিল তার পারফর্মেন্স। এ কারণে সবাই উপলব্ধি করছে যে তার স্পিন ৫ দিনের ফরমেটেও দারুণ কার্যকর হবে।’ পাকিস্তান টেস্ট দল ॥ মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, শান মাসুদ, বাবর আজম, ইউনুস খান, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসগর, ওয়াহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস। সড়ক দুর্ঘটনায় ক্রীড়ালেখক সেলিমের ইন্তেকাল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য এবং ক্রীড়ালেখক মোহাম্মদ সেলিম (৭৩) আর নেই। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উত্তরার আজমপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মোহাম্মদ সেলিম পোস্টাল একাডেমির অধ্যক্ষসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে চাকরি করেন। তিনি ইত্তেফাক, দৈনিক বাংলা, মানবজমিন, দৈনিক খবর, মাসিক মোহামেডান ও পাক্ষিক ক্রীড়াজগতে দীর্ঘদিন ক্রীড়া বিষয়ে লেখালেখি করেছেন। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ২০১৩ সালে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে সেলিমকে সংবর্ধনা প্রদান করেছিল। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
×