ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই ব্রেথওয়েটকে ছাড়া উইন্ডিজ দল

প্রকাশিত: ০৫:৫৮, ৫ এপ্রিল ২০১৭

দুই ব্রেথওয়েটকে ছাড়া উইন্ডিজ দল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। নেই কার্লোস ব্রেথওয়েট ও ক্রেইগ ব্রেথওয়েট। ক্রেইগ মূলত টেস্টের জন্য উপযুক্ত ওপেনার। সম্প্রতি রঙিন পোশাকে পাওয়া সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি বলেই বাদ পড়েছেন তিনি। আর টি২০ অধিনায়ক কার্লোসের না থাকার কারণ আইপিএল। আজ থেকে শুরু হওয়া আইপিএলের দশম আসরে দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে খেলবেন ২৮ বছর বয়সী এ বার্বাডিয়ান অলরাউন্ডার। আইপিএলে খেলাটাই কার্লোস ব্রেথওয়েটের জন্য বেশি ভাল হবে বলে মনে করছেন খোদ ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল। জেসন হোল্ডারের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা। গায়ানায় শুক্রবার প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ ৯ ও ১১ এপ্রিল। কার্লোস ব্রেথওটের পরিবর্তে পেস বোলার শ্যানন গ্র্যাব্রিয়েলকে নেয়া হয়েছে। এছাড়া ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলা চ্যাডউইক ওয়ালটনও পুনরায় ডাক পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য তাকে দলে নেয়া হয়েছে। গত সেপ্টেম্বরে শারজায় এই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের। কিন্তু সর্বশেষ দশ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২৭.৮০। রান ২৭৮। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তার স্কোর ছিল ১৪, ৪২ এবং ৫ রান। তবে বাদ পড়ার মূল কারণ তার স্ট্রাইক রেট মাত্র ৫৭.৫৫। চোট কাটিয়ে ফিরেছেন ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল। তবে ইংল্যান্ডের বিপক্ষে এভিন লুইস অফ-ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি২০তে ৯১ রানের বিস্ফোরক ইনিংসের জন্য তাকে ওয়ানডে দলে রেখেছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, এ্যাশলে নার্স, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল ও চ্যাডউইক ওয়ালটন।
×