ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ফুটবলের দলবদল শুরু আজ

প্রকাশিত: ০৬:২১, ১ এপ্রিল ২০১৭

ঘরোয়া ফুটবলের দলবদল শুরু  আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’ এবং ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৭’র খেলোয়াড় দলবদল/রেজিস্ট্রেশন আজ শনিবার থেকে শুরু হবে। যা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। এই খেলোয়াড় দলবদলে বাফুফে সচিবালয়ে প্রতি কার্যদিবসে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। সংশ্লিষ্ট ক্লাবসমূহকে ডক্যুমেন্টসমূহসহ জনপ্রতি এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করে খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে। ডক্যুমেন্টগুলো হলো : পূরণকৃত খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম, কোড অব কন্ডাক্ট, খেলোয়াড় চুক্তিপত্র এবং এলটিসি ফরম/খেলোয়াড় লোন ফরম (প্রযোজ্য ক্ষেত্রে)। নিউজিল্যান্ডের বর্ষসেরা উইলিয়ামসন স্পোর্টস রিপোর্টার ॥ কিউই গ্রেট মার্টিন ক্রো কেন উইলিয়ামসনের মাঝে নিজের ছাঁয়া দেখেন। অনেকবার বলেছেন, ছেলেটা ব্যাট হাতে একদিন সবাইকে ছাড়িয়ে যাবে। হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে অনবদ্য ১৭৬ রানের ইনিংস উপহার দিয়ে নিউজিল্যান্ডের হয়ে যৌথভাবে সর্বোচ্চ (১৭) সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, পাশাপাশি দ্রুত পাঁচ হাজার রানের নতুন নজির স্থাপন করেছেন। পারফর্মেন্স, নেতৃত্ব, পরিচিতি আর ভাবমূর্তিতে তিনি ক্রমেই হয়ে উঠছেন ব্ল্যাকক্যাপস ক্রিকেটের মুখ। পুরস্কারটিও তাই তার নামের পাশেই সবচেয়ে বেশি মানায়। টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি’ মেডেল জিতেছেন উইলিয়ামসন। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৫৯.৯৪ গড়ে ১,০৭৯ রান করেছেন উইলিয়ামসন। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যটসম্যান হিসেবে গড়েছেন ৯টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই সেঞ্চুরির অনন্য কীর্তি। ক’দিন আগেই কিউই অধিনায়ক গড়েন দেশের হয়ে দ্রুততম ৫ হাজার রানের নতুন রেকর্ড। পাশাপাশি স্পর্শ করেন দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে। উইলিয়ামসন বিবেচ্য সময়ে ওয়ানডেতে ৪০.৮৮ গড়ে করেছেন ৬৯৫ রান। ব্যাটসম্যান হিসেবে তার পূর্ণতার প্রমাণ দিতেই যেন জিতছেন বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কারও। সঙ্গে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে বর্ষসেরা ব্যাটসম্যানের পুরস্কার। লিডিং ফ্রম দ্য ফ্রন্টÑ ব্রেন্ডন ম্যাককুলাম অবসরে যাওয়ার পর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ২৬ বছর বয়সী স্টাইলিস ব্যাটসম্যান উইলিয়ামসন। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন পেসার নেইল ওয়াগনার। ১৩ টেস্টে বাঁহাতি নিয়েছেন ৫৬ উইকেট। পাশাপাশি দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটের সেরা বোলারও তিনি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তারকা ওপেনার মার্টিন গাপটিল। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রানের অসাধারণ ইনিংস উপহার দেন তিনি।
×