নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে জলছবি সাংস্কৃতিক সংঘের উদ্যোগে কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের আখড়াবাজার বিজয় চত্বরে ‘দাবায়া রাখতে পারব না’-স্লোগানে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের তাৎপর্য বিশ্নেষণ করেন প্রধান অতিথি এডিসি (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক আবৃত্তিতে অংশ নেন মশিউর রহমান কায়েস, বিপুল মেহেদী, রিফাত ইসলাম, জাকিয়া তাজকিরাতুল, সিদ্রাতুল মুনতাহা টুম্পা, কাজী মাউসুদ মতিন আদনান, ফাহমিদা ইসলাম ঈশা, অনসূয়া অনু প্রমুখ। আবহ সঙ্গীতে ছিলেন রুবেল আহমেদ হৃদয় ও আদিত্য রায় রাহুল।
কিশোরগঞ্জে জলছবি সংঘের কবিতাপাঠ সন্ধ্যা
প্রকাশিত: ০৩:১২, ২৭ মার্চ ২০১৭
শীর্ষ সংবাদ: