ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী প্রোটিয়ারা

প্রকাশিত: ০৬:১১, ২৫ মার্চ ২০১৭

আত্মবিশ্বাসী প্রোটিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুড়তে আত্মবিশ্বাসী সফরকারী প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘সবাই বলছে এটি স্পিন সহায়ক পিচ হবে। তবে আমার এখনও তা মনে হচ্ছে না। উইকেট বেশ ভাল। আমরা বাড়তি স্পিনার খেলানোর জন্য প্রস্তুত। আমরাই ভাল অবস্থায় আছি। ছেলোরা ম্যাচ ও সিরিজ জয়ের জন্য মাঠে নামবে।’ বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে খেলা। অবশ্য দু’দলই ইনজুরির থাবায় পড়েছে। স্বাগতিক দল থেকে ছিটকে গেছেন পেসার টিম সাউদি। অন্যদিকে প্রতিপক্ষ উইকেটরক্ষক কুইন্টন ডি কককে নিয়েও শঙ্কা রয়েছে। ডুনেডিনে সিরিজের প্রথম টেস্ট হয় ড্র, ওয়েলিংটনে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। চাপে থাকা নিউজিল্যান্ড একাদশ সাজানো নিয়ে চিন্তায় রয়েছে। রস টেইলর ও ট্রেন্ট বোল্টের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে আরেক সেরা পেসার সাউদি। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানতালে লড়াই করলেও, দ্বিতীয় ম্যাচে ব্যর্থ নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৬৮ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭১ রান করে ম্যাচ হারের কিউইরা। জিতে সিরিজ বাঁচাতে হলে সববিভাগে আরও ভাল পারফর্ম করতে হবে বলে মনে করেন ওই টেস্টে একাই ব্যাট হাতে প্রতিরোধ গড়া জিত রাভাল, ‘যা হচ্ছে, এটি দীর্ঘ সময়ের জন্য ভাল না। টেস্ট জিততে হলে আমাদের আরও উন্নতি করতে হবে। ব্যাটসম্যানদের দীর্ঘক্ষণ উইকেটে থাকার মনমানসিকতা তৈরি করতে হবে এবং বড় স্কোর করতে হবে। পাশাপাশি বোলারদের ২০ উইকেট নিতে হবে। তিন বিভাগে একসঙ্গে ভাল না করলে টেস্ট ম্যাচ জয় কঠিন।’ হ্যামিলটনে নিজেদের শেষ তিন টেস্টে জয় অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য অনুপ্রেরণা হতে পারে। এক উইকেট পেলেই টেস্টে ২৫০ উইকেট পূর্ণ হবে দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেলের। আর ৮ হাজারি ক্লাবে নাম লেখাতে তারকা ব্যাটসম্যান হাশিম আমলার চাই ১১৭ রান।
×