ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আর্সেনালেই থাকতে চান ওয়েঙ্গার

প্রকাশিত: ০৫:৪৬, ২২ মার্চ ২০১৭

আর্সেনালেই থাকতে চান ওয়েঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েক মাস আগে আরসেন ওয়েঙ্গার জানিয়েছিলেন তিনি চলতি মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দিতে চান। কিন্তু জানা গেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী দল আর্সেনালের সঙ্গে ২ বছরের বর্ধিত চুক্তি করেছেন তিনি। সেখান থেকেই নিশ্চিত হয়ে গেছে আপাতত আর আর্সেনাল ছাড়ছেন না ৬৭ বছর বয়সী এ কোচ। গত ২১ বছর ধরেই তিনি আর্সেনালের সঙ্গে কাজ করছেন। জানিয়েছেন এ ক্লাবেই ক্যারিয়ারের বাকি সময়টা থাকতে চান তিনি। দু’দিন আগেই ওয়েঙ্গার আর্সেনালের পরিচালকদের আহ্বান জানিয়েছিলেন চুক্তির মেয়াদ বর্ধিত করতে চান তিনি। এ মৌসুমের শেষেই তার পুরনো চুক্তির মেয়াদ শেষ হবে। এ কারণে কয়েক মাস আগে জানিয়েছিলেন মৌসুম শেষে আর থাকছেন না। সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে আর্সেনাল। তাই বেশ বাজে অবস্থার মধ্যেই আছেন ওয়েঙ্গার। এরপরও চুক্তি বাড়ানোর আহ্বান জানান তিনি। সর্বশেষ ওয়েস্ট ব্রমউইচের কাছে ৩-১ ব্যবধানে হেরে যায় ওয়েঙ্গারের দল। কিন্তু ব্রমউইচ কোচ টনি পুলিস বলেন, ‘আমি খুবই বিস্মিত হব যদি তিনি চলে যান। কারণ তিনি নিজেই আমাকে বলেছেন থাকতে চান আর্সেনালেই।’ অথচ কিছুদিন আগেই আর্সেনালভক্তদের তোপের মুখে পড়েন ওয়েঙ্গার। বেয়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দলের নির্মম পরাজয়ের পর তীব্র রোষের মুখে পড়তে হয় তাকে। আবার প্রিমিয়ার লীগের শীর্ষ চার থেকেও ছিটকে গেছে দল। অনেকে মাঠে ‘ওয়েঙ্গারকে হঠাও’ লেখা ব্যানার নিয়েও মাঠে এসেছিলেন। ব্রমউইচের বিরুদ্ধে ম্যাচে হারের পর ওয়েঙ্গার বলেন, ‘আমি দ্রুতই নিজের মনোভাব ঠিকঠাক করে ফেলব এবং অচিরেই সেটা সবাইকে জানাব।’ কয়েকদিন আগে জার্মান দৈনিক বিল্ড দাবি করেছিল আর্সেনাল থেকে যোগাযোগ করা হয়েছে বরুশিয়া ডর্টমুন্ড কোচ টমাস টুশেলের সঙ্গে। ওয়েঙ্গারের পরিবর্তে তাকে দায়িত্বে নেয়ার চেষ্টা করছে আর্সেনাল। কিন্তু সেই দাবি আর্সেনালের মুখপাত্র নাকচ করেছেন। ইতোমধ্যেই নাকি কাগজ-কলমে স্বাক্ষরও হয়ে গেছে বর্ধিত চুক্তির। সেক্ষেত্রে আগামী দুই মৌসুম আর্সেনালে থাকা নিশ্চিতই হয়ে গেছে ওয়েঙ্গারের। তবে পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানানো হবে দুয়েকদিন পর।
×