ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুসিক নির্বাচন

প্রার্থীদের প্রচারে উৎসবমুখর নগরী ॥ তিন ইসি যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:৩২, ১৮ মার্চ ২০১৭

 প্রার্থীদের প্রচারে  উৎসবমুখর  নগরী ॥ তিন  ইসি যাচ্ছেন  আজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ মার্চ ॥ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারে উৎসবমুখর হয়ে উঠেছে নগরী। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকে চলছে মাইকিং ও লিফলেট বিতরণ। প্রার্থীরা ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলবদ্ধ হয়ে ভোট চাইছেন প্রার্থীদের কর্মীরা। এছাড়া মেয়র পদের প্রার্থীদের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন, ভোটারদের আকৃষ্ট করতে এলাকার উন্নয়নে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে শনিবার কুমিল্লায় আসছেন ৩ নির্বাচন কমিশনার। তাঁরা কুসিক নির্বাচনে সকল প্রার্থী ও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। প্রার্থীদের গণসংযোগ ॥ শুক্রবার নগরীর কাপ্তানবাজার, গাংচর, বাগিচাগাঁও, দক্ষিণ চর্থাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এছাড়া গতকাল নগরীর বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, খাইরুল কবির খোকন, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ, সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সাবেক এমপি নুরীআরা সাফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল ও ডাঃ জাহিদ। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মুজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, এ্যাডভোকেট মোস্তফা জামান জসিম, রেজাউল হক আখি, মমিনুল হক মমিন, সৈয়দ মেরাজ উদ্দিন, ইকরাম হোসেন তাজসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে শুক্রবার দিনভর নগরীর বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। বিকেলে ৩ ঘটিকায় নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় তিনি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন-অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস মোঃ জাকির হোসেন, সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা নুর-উর রহমান মাহমুদ তানিম, মোঃ আবদুল মমিন, রবিউল আউয়াল, মানিক খন্দকার, মিজানুর রহমান, অহিদুর রহমান, মাজেদুর রহমান, শরীফুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। এদিকে কুসিক নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে শনিবার কুমিল্লা আসছেন নির্বাচন কমিশনের (ইসি) ৩ জন কমিশনার। বেলা ১১টায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ কুমিল্লা টাউন হল মিলনায়তনে সকল প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।
×