ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন ঢাকা আবাহনীর

প্রকাশিত: ০৪:৩৬, ১০ মার্চ ২০১৭

দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন ঢাকা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি কাপে’ খেলতে যাচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। তারা খেলবে দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে। এই গ্রুপের অপর দলগুলো হলো : ভারতের মোহনবাগান, জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্রতিটি ক্লাব হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে দু’বার করে খেলবে। আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আবাহনী তাদের প্রথম গ্রুপ ম্যাচে মোকাবেলা করবে মালদ্বীপের মাজিয়াকে। মালদ্বীপের মাজিয়া ক্লাব বিমানযোগে ঢাকায় আসবে আগামী ১২ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে। তারা থাকবে ঢাকার ফার্স হোটেলে। আবাহনী-মাজিয়ার খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা আবাহনী লিমিটেড ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা আবাহনীর পরিচালক হারুনুর রশীদ, কাজী ইনাম আহমেদ, ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, কর্মকর্তা শাহ্ আলম চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। রুপু বলেন, ‘এই আসরে অংশ নেয়ার জন্য ৩০ খেলোয়াড়কে নিবন্ধন করানো যাবে। বিদেশী খেলোয়াড় সর্বোচ্চ নেয়া যাবে তিনজন। এএফসি কাপের ম্যাচে খেলাবার আগে সর্বোচ্চ ১৮ ফুটবলারের তালিকা জমা দেয়া যাবে। এএফসি’র নিয়ম হচ্ছেÑ কোন বিদেশীকে সে দেশের নাগরিকত্ব দিয়ে খেলালে এমন একজনকে সেই ক্লাব খেলাতে পারবে। তবে আবাহনীর এমন সুযোগ নেই।’ আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা নতুন মৌসুমের ফুটবল দলবদল। কিন্তু আবাহনীকে এএএফসি কাপে অংশ নিতে হবে পুরনো মৌসুমের খেলোয়াড় নিয়েই। তবে আবাহনী যদি এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সেক্ষেত্রে তারা নতুন খেলোয়াড় নিতে পারবে। রুপু আরও যোগ করেন, ‘পরিচিত ভেন্যুতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। প্রথম ম্যাচটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় রাউন্ডে যাবার সামর্থ্য আছে। আশাকরি খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্যটাই প্রদর্শন করবে এবং আমাদের দল ভাল ফল করবে।’ ইনাম বলেন, ‘গ্রুপের দলগুলো সব দক্ষিণ এশিয়ার। প্রতিপক্ষ দলগুলোর মধ্যে শক্তির পার্থক্য উনিশ-বিশ। কাজেই এখনই সময় এ আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। এটা শুধু আবাহনীর খেলা নয়, এটা বাংলাদেশের খেলা। আমরা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছি।’ উল্লেখ্য, বিদেশী খেলোয়াড় হিসেবে এবার আবাহনীর হয়ে এ আসরে অংশ নেবেন ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ, ইংলিশ মিডফিল্ডার জোনাথন ডেভিড ব্রাউন এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন অনুহা। সর্বশেষ প্রিমিয়ার লীগ শেষ হওয়ার আগেই আবাহনীর আরেক নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা আহত হন। সেই চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফলে এএফসি কাপে তাকে ছাড়াই খেলতে হবে আবাহনীকে।
×