ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ০-৩ মালয়েশিয়া, চীন ৭-৩ ঘানা, মিসর ৬-২ শ্রীলঙ্কা, ওমান ৭-০ ফিজি

মালয়েশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২২, ৫ মার্চ ২০১৭

মালয়েশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ হার মানেই কষ্টের, যন্ত্রণার। অথচ বাংলাদেশ জাতীয় হকি দলের জার্মান কোচ অলিভার কার্টজ কিনা দারুণ খুশি। ব্যাপার আর কিছুই নয়, ‘ওয়ার্ল্ড হকি লীগগে (রাউন্ড-টু)’ শক্তির বিচারে নিজেদের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে থাকা মালয়েশিয়ার কাছে অল্প ব্যবধানে (০-৩) হার। শনিবার থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে এই আসরের খেলা। পুল ‘এ’র দল ৩২ নম্বর র‌্যাঙ্কিংধারী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ১৩ নম্বর র‌্যাঙ্কিংধারী মালয়েশিয়ার বিপক্ষে। স্বভাবতই ম্যাচে মালয়েশিয়াই ফেভারিট। তাই মালয়েশিয়াকে বাড়তি সমীহ করে মাঠে নামে স্বাগতিকরা। যা হওয়ার তাই হলো। তাদের কাছে হেরে যাত্রা শুরু করল লাল-সবুজরা। অপর ম্যাচগুলোর ফলাফল হচ্ছেÑ সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামে চীন ও ঘানা। এ ম্যাচে চীন ৭-৩ গোলে হারায় ঘানাকে। এরপর সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মিসর ও শ্রীলঙ্কা। মিসর ৬-২ গোলে সহজেই পরাজিত করে লঙ্কানদের। তৃতীয় ম্যাচে দুপুর পৌনে ২টায় ওমান খেলতে নামে ফিজির বিপক্ষে। ওমান ৭-০ গোলে উড়িয়ে দেয় ফিজিকে। প্রথম একাদশে রাখা হয়নি জিমি-চয়নদের। বলতে গেলে অনুর্ধ-২৩ দলটাকেই প্রথমে টার্ফে নামান কোচ। এ প্রসঙ্গে ম্যাচ শেষে তার ভাষ্য, ‘প্রথম একাদশে অনুর্ধ-২৩ দলের বেশি খেলোয়াড় থাকার কারণটা হচ্ছে অনুশীলনে তাদের পারফর্মেন্স ভাল ছিল। বয়সটা কোন বিষয় না আমার কাছে। পারফর্মেন্সটাই আসল।’ তিনি আরও যোগ করেন, ‘মালয়েশিয়ার মতো দলের কাছে ৩-০ ব্যবধানে হারটা খুব খারাপ ফল নয়। ছেলেদের পারফর্মেন্সে আমি খুবই খুশি। তাদের উন্নতি দেখে খুশি লাগছে। দ্বিতীয় কোয়ার্টারে তারা খুব ভাল পারফর্ম করেছে। আমি শুধু আত্মবিশ্বাসের স্বল্প ঘাটতি এবং স্কোর না করতে পারাটাই মিস করেছি।’ খেলার শুরু থেকেই মালয়েশিয়া গোলের জন্য বাংলাদেশ সীমানায় আক্রমণ করে খেলতে থাকে। ৫ মিনিটের মধ্যেই প্রথম গোল আদায় করে নেয় তারা। মালয়েশিয়ার মারহান জলিল গোল করলে এগিয়ে যায় মালয়বাহিনী (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের ৪ মিনিটের সময় (১৯ মিনিটে) পেনাল্টি কর্নার (পিসি) পায় মালয়েশিয়া। তা থেকে রহিম রাজি ড্র্যাগ এ্যান্ড পুশ করে গোল করলে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে (২-০)। ৫৪ মিনিটে রাসমি আইমান নিক গোল করলে আবারও এগিয়ে যায় মালয়েশিয়া (৩-০ গোলে)। খেলার শেষদিকে জিমিরা গোল করার যে সুযোগগুলো পেয়েছিল (বিশেষ করে ২টি পিসি) তা কাজে লাগাতে পারলে পরাজয়ের ব্যবধান কমতো। কিন্তু তা আর হলো কই। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। বাংলাদেশের পরের খেলা আগামীকাল রবিবার একই ভেন্যুতে বিকেল ৪টায় ফিজির বিপক্ষে। ওয়ার্ল্ড হকি লীগে এর আগে কখনই দ্বিতীয় রাউন্ডের গ-ি পেরুতে পারেনি বাংলাদেশ। তবে এবার মূল যুদ্ধে নেমে পড়ার আগে প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষে এক হার, এক ড্র এবং এক জয়ে কিছুটা ব্যাকফুটেই আছে স্বাগতিকরা। বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টুয়ের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এভিএম মশিউজ্জামান সেরনিয়াবাত, এভিএম আবুল বাশার, হকি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খাজা রহমতউল্লাহ, যুগ্মসম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি আনভির আদিল খান, স্পন্সর প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের সিইও শফিউল্লাহ আল মুনির, এফএমসির কর্ণধার ইয়াসির হোসেন চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন, এফআইএইচ প্রতিনিধি বেলজিয়ামের এ্যাদওয়ার্দো লিওনার্দো ও টুর্নামেন্ট ডিরেক্টর হংকংয়ের চ্যাং। এরপর বাংলাদেশ এ্যাকাডেমি অব ফাইন আর্টসের (বাফা) সদস্যরা বর্ণাঢ্য ডিসপ্লের মাধ্যমে দেশের ঐতিহ্য ফুটিয়ে তোলে।
×