ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৫:৫৪, ৩ মার্চ ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইয়ে নামছে সফরকারী ইংল্যান্ড। এন্টিগার নর্থ সাউন্ডে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তবে দু’দলের মাঠের লড়াইয়ের মধ্যে আছে আরেকটি লড়াই। সেই লড়াইটা দুই অলরাউন্ডারের। ইংল্যান্ডের বেন স্টোকসকে ২০১৬ টি২০ বিশ্বকাপের ফাইনালে ৪ ছক্কা হাঁকিয়ে কার্লোস ব্রেথওয়েট অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। তারপর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন তারা। এ দু’জনের দিকেই দৃষ্টি থাকবে সবার। আগামী জুনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলের এ টুর্নামেন্টে থাকছে না টি২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। অথচ তারা গত বছরও জিতেছে টি২০ বিশ্বকাপ। কলকাতায় অনুষ্ঠিত ফাইনালে ক্যারিবীয়দের অসম্ভব এক জয় পাইয়ে দিয়েছিলেন অলরাউন্ডার ব্রেথওয়েট। শেষ ওভারে তার বিরুদ্ধে বোলিং করতে এসেছিলেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস। সেই ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে অবিস্মরণীয় জয় এনে দেন ব্রেথওয়েট। হৃদয়ভঙ্গ হয়েছিল স্টোকসের। সেই যন্ত্রণাটা এখন পর্যন্ত ভোলননি তিনি। এবার ব্রেথওয়েটের বিরুদ্ধে চরম শোধ তোলার সুযোগ। সাম্প্রতিক সময়ে অবশ্য ব্রেথওয়েট তার পারফর্মেন্স নিয়ে বেশ সংগ্রাম করছেন। টি২০ বিশ্বকাপ ফাইনালের পর সবমিলিয়ে ৩৯ ইনিংস খেলেছেন ব্রেথওয়েট। মাত্র ১২ গড়ে করতে পেরেছেন ৪২৩ রান। আছে মাত্র একটি অর্ধশতক। অপরদিকে এখন স্টোকস এক বছরে আরও পরিণত হয়েছেন এবং দলের অপরিহার্য অংশ তিনি। বর্তমানে দলের সহঅধিনায়কও স্টোকস। আর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সর্বাধিক ১৪.৫ কোটি রুপীতে নিলামে বিক্রি হয়েছেন। তাই ব্রেথওয়েটের সঙ্গে লড়াইটা হয়ত তেমন জমবে না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইংল্যান্ড দল। সম্প্রতিই ভারত সফরে ইয়ন মরগানের দল খুব বেশি খারাপ করেনি। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে যদিও ২-১ ব্যবধানে। ব্রেথওয়েট অবশ্য দাবি করেছেন টি২০ বিশ্বকাপ ফাইনালে কি ঘটেছে সেসব আর মাথায় রাখেননি।
×