ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইমরুলের শেষ পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

ইমরুলের শেষ পরীক্ষা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকতে হলে ইমরুল কায়েসকে ব্যাটিং-ফিল্ডিংয়ে ভাল করে দেখাতে হবে। সেই সঙ্গে ফিট আছেন তাও বোঝাতে হবে। ইমরুলের সেই পরীক্ষাই আজ শুরু হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ। এ রাউন্ডে খেলবেন ইমরুল। যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে যুক্ত হবেন ইমরুল। আজ সিলেটে ৯ পয়েন্ট পাওয়া ওয়ালটন মধ্যাঞ্চল ও ১২ পয়েন্ট পাওয়া বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচ শুরু হবে। একইদিন চট্টগ্রামে ১২ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ৯ পয়েন্ট পাওয়া ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের লড়াই শুরু হবে। ইমরুল দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট করতে নামবেন। এরআগে চতুর্থ রাউন্ডেও খেলেছেন এ ওপেনার। তবে দক্ষিণাঞ্চল এক ইনিংসে ব্যাট করেছে। ইমরুলও এক ইনিংসে ব্যাট করে ৩১ রান করেছেন। তাতেই বোঝা গেছে, ভারত ‘এ’ দলের বিপক্ষে উরুর পেশিতে চোট পাওয়া ইমরুল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন না। ঠিক তাই হয়েছে। বিসিবির ঘোষিত ১৬ সদস্যের দলেও সুযোগ হয়নি ইমরুলের। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ইমরুলের সুযোগ শেষ হয়ে যায়নি। দল ঘোষণার আগেই নান্নু ইঙ্গিত দিয়েছিলেন ইমরুলের না থাকার বিষয়টি। বলেছিলেন, ‘ইমরুলকে নিয়ে ফিজিও-ডাক্তারের যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না সিরিজ (শ্রীলঙ্কার বিপক্ষে) শুরুর আগে ইমরুল পুরোপুরি সেরে উঠবে কি না। সবকিছু ভেবেচিন্তে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমাদের। ওর ম্যাচ আছে। ম্যাচে সে কেমন করে সেটা আমাদের দেখতে হবে। অবশ্য শুধু ব্যাটিং করলেই তো হবে না। ফিল্ডিংয়েও ভাল করা জরুরী। তাছাড়া শুধু সিøপে ফিল্ডিং করলেও হবে না, রানিং এবং বল থ্রোও করতে হবে।’ দল ঘোষণার পর আশার বাণীই শুনিয়েছিলেন প্রধান নির্বাচক। বলেছিলেন, ‘ইমরুল অভিজ্ঞ একজন খেলোয়াড়। দুর্ভাগ্যবশত হায়দরাবাদ টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেনি। এ অবস্থায় ফিটনেসের জন্য ওকে আমরা দু’টি রাউন্ডে দেখব। ১ মার্চ ওর দ্বিতীয় রাউন্ড শেষ হবে। দুইদিন বিশ্রামে থাকবে ও। তারপর ৪ মার্চ আবার ফিটনেস টেস্ট। ও ফিটনেস টেস্টে পাস করলে দ্বিতীয় টেস্টের জন্য দলে তাকে আমরা যুক্ত করব।’ বিসিএলের পঞ্চম রাউন্ড শেষ হবে ১ মার্চ। এ রাউন্ডেই ইমরুলকে ভালভাবে পরখ করা হবে। এরপর ফিটনেস টেস্টে উতরে গেলেই ইমরুলকে দলে যুক্ত করা হবে। সেক্ষেত্রে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইমরুল ব্যাট হাতে নামবেন। সেটি আবার বাংলাদেশের ১০০তম টেস্ট ম্যাচ। এই ম্যাচটিতে ব্যাট হাতে নামতে ইমরুলের শেষ পরীক্ষার শুরু হচ্ছে আজ। টেটং এবং টেপুরগাড়ী স্কুল ফাইনালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ার টেটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে খুলনা বিভাগের যশোরের চৌগাছার পাতিবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের প্রথম সেমিফাইনালে রংপুরের লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ী বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে খুলনার ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে।
×