ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে বাড়ল বেয়ার্নের আত্মবিশ্বাস

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

রোমাঞ্চকর জয়ে বাড়ল বেয়ার্নের আত্মবিশ্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইঙ্গলস্ট্যাটের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার জার্মান বুন্দেসলিগায় কার্লো আনচেলত্তির দল শেষ মুহূর্তে জ্বলে ওঠে। আর তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রায় ড্র হতে যাওয়া ম্যাচের ৯০ মিনিটে বেয়ার্নের হয়ে প্রথম গোল করেন আর্তুরো ভিদাল। সেই গোলের উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ভিদালের গোলের ৬০ সেকেন্ড পরই দ্বিতীয় গোলটি করেন আরিয়েন রোবেন। গত বছরের অক্টোবরে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন আর্তুরো ভিদাল। তারপর শনিবার ইঙ্গলস্ট্যাটের বিপক্ষে প্রথম গোলের দেখা পেলেন তিনি। বুন্দেসলিগায় এই মৌসুমে যা তার দ্বিতীয় গোল। ইঙ্গলস্ট্যাটের বিপক্ষে ভিদালের গোলেই ম্যাচে ফিরে বেয়ার্ন মিউনিখ। এরপর জয়ের ব্যবধান দ্বিগুণ করে রোবেনের গোল। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত হলো বেয়ার্নের। মৌসুমের প্রথম ২০ ম্যাচ থেকে তাদের দখলে ৪৯ পয়েন্ট। আর দুইয়ে থাকা লিপজিগের পয়েন্ট ৪২। অর্থাৎ দুই দলের পয়েন্ট ব্যবধান ৭। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে বেয়ার লেভারকুসেন এবং শালকে জিরো ফোর। তবে এদিন লজ্জাজনকভাবে হেরেছে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা লিপজিগ এবং বরুশিয়া ডর্টমুন্ড।
×