ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিসিএলের তৃতীয় রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৬:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিসিএলের তৃতীয় রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ড। বিকেএসপি’র ৩ নম্বর মাঠে ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। অপর ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হবে। উভয় ম্যাচই সকাল ৯টা ৩০ থেকে মাঠে গড়াবে। চলমান বিসিএলের গত রাউন্ডে দীর্ঘদিন পর লঙ্গার ভার্সনে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন। মূলত মানসিকভাবে অপ্রস্তুত থাকা এবং সম্প্রতিই ইনজুরি থেকে ফেরার কারণে টেস্ট ক্রিকেট খেলার পরিপূর্ণ ফিটনেস অর্জন না করাতে তাকে ভারত সফরের দলে রাখা হয়নি। তবে বিসিএলে নিজের ছন্দ ফিরে পাওয়ার জন্য ম্যাচে যোগ দিয়েছেন তিনি। আবার ফর্মহীনতায় ভোগা আরেক পেসার রুবেল হোসেনও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন গত রাউন্ড থেকে। এ দুই পেসার জুটি বেঁধে দক্ষিণাঞ্চলের হয়ে বেশ ভাল নৈপুণ্যই দেখিয়েছেন। সে কারণে তিনদিনেই জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল যা এবার বিসিএলে প্রথম জয় তাদের। উজ্জীবিত দক্ষিণাঞ্চল এবার আরেকটি জয়ের আশায় নামবে। তাদের প্রতিপক্ষ বিপর্যস্ত মধ্যাঞ্চল। বিকেএসপি’র তিন নম্বর মাঠে তাদের জন্য লড়াই নিজেদের ফিরে পাওয়ার। টানা দুই ম্যাচেই শোচনীয় পরাজয়বরণ করেছে দলটি। চলতি আসরে একমাত্র দল মধ্যাঞ্চল যারা এখন পর্যন্ত কোন জয়ের মুখ দেখেনি। বাকি তিনটি দলই একটি করে জয় তুলে নিয়েছে। তবে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে আছে উত্তরাঞ্চল। ১টি জয় ও ১টি পরাজয় দেখেছে তারা। আর পূর্বাঞ্চল প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নিলেও গত ম্যাচে শোচনীয়ভাবে হেরে যায় ইনিংস ব্যবধানে। এবার সেখান থেকে উত্তরণের লড়াই তাদের ফতুল্লায় শীর্ষে থাকা উত্তরাঞ্চলের বিরুদ্ধে।
×