ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অভিমত বার্সিলোনা কোচ লুইস এনরিকের, নেইমারের দৃষ্টিতে স্প্যানিশ লীগ বিশ্বসেরা

‘মেসির সঙ্গে আমার মধুর সম্পর্ক’

প্রকাশিত: ০৫:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৭

‘মেসির সঙ্গে আমার মধুর সম্পর্ক’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসির বার্সিলোনা ক্যারিয়ার নিয়ে অনেকদিন ধরেই নাটকীয়তা চলছে। অনেকেই বলছেন, মেয়াদ শেষ হলে ন্যুক্যাম্প ছাড়তে পারেন ক্ষুদে জাদুকর। চুক্তি নবায়ন না হওয়ায় আর্জেন্টাইন তারকা ত্যক্ত-বিরক্ত, এমন খবরও আছে। তার ওপর বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গেও নাকি সম্পর্ক স্বাভাবিক না রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকার। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে বার্সা বস জানিয়েছেন, মেসির সঙ্গে তার কোন সমস্যা নেই। সম্পর্কটা স্বাভাবিক। আর সবকিছু মেসির সঙ্গে খোলামেলাভাবেই শেয়ার করেন তিনি। সম্প্রতি একটি ঘটনায় মেসির সঙ্গে এনরিকের সম্পর্কের অবনতি ঘটেছে বলে সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক মিডিয়া। স্প্যানিশ লা লিগায় এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচে মেসিকে মাঠ থেকে তুলে নেন এনরিকে। এটা নিয়েই পরে শোরগোল হয়েছে বেশ। তবে এনরিকে দাবি করেছেন, মেসিসহ সব খেলোয়াড়ের সঙ্গেই বোঝাপড়াটা তার দারুণ। কোনকিছুই তিনি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের কাছ থেকে লুকান না। ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বার্সিলোনা। ম্যাচের ৬৪ মিনিটে মেসিকে উঠিয়ে সার্জিও রবার্টোকে মাঠে নামান বার্সা কোচ। ম্যাচটিতে ফ্রিকিক থেকে চোখ ধাঁধানো গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এই ম্যাচটির আগে চলতি বছরে বার্সিলোনার সব ম্যাচের পুরোটা সময় খেলেছিলেন দারুণ ছন্দে থাকা মেসি। তুলে নেয়ার সময় মেসিকেও কিছুটা বিরক্ত দেখা যায়। কিছুক্ষণ পরই অবশ্য বিশ্রামে থাকা লুইস সুয়ারেজের সঙ্গে কোন এক বিষয় নিয়ে হাসতে দেখা যায় মেসিকে। এসব ছোটখাট বিষয় নিয়ে কথা হওয়ায় বেশ বিরক্ত এনরিকে। তিনি জানিয়েছেন, ম্যাচের গতিপ্রকৃতি ও পরবর্তী ম্যাচের কথা ভেবেই মেসিকে তুলে নেয়া হয়। মঙ্গলবার রাতে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলেছে বার্সা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে মেসিকে কিছুটা বিশ্রাম দেয়ার ভাবনাতেই ওইদিন তাকে তুলে নিয়েছিলেন বলে জানান এনরিকে। এখন প্রশ্ন উঠেছে, বিষয়টা তিনি কিভাবে মেসিকে বুঝিয়েছেন। এ প্রসঙ্গে এনরিকে বলেন, আমি বুঝাইনি। প্রতিদিনের পরিস্থিতি নিয়ে আমি স্বাভাবিকভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। আমাদের মধ্যে আসলেই কোন গোপনীয়তা নেই। বার্সা বস বলেন, সব কোচই তাদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। মেসির সঙ্গে কথা না বলার বিষয়টা ভাবুন তো। বিষয়টা হাস্যকর হবে। ওর সঙ্গে আমার মধুর সম্পর্ক। এসব বিষয় নিয়ে যা বলা হয় তা সত্যিই অবাক করে আমাকে। কোপা ডেল রে’র সেমির দ্বিতীয় লেগ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। খেলতে না পারার কষ্ট থাকলেও ভীষণ আশাবাদী তিনি। ব্রাজিলিয়ান তারকার বিশ্বাস, তার দল ঠিকই ফাইনালের টিকেট পাবে। লা লিগার বর্তমান প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। নেইমার বলেন, আমি জানি এই মুহূর্তে শিরোপা জয় কিছুটা কঠিন। কিন্তু কোন কিছু অসম্ভব নয়। গত বছর দ্বিতীয় স্থানে থাকা দলটি থেকে আমরা ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম। কিন্তু ওই পর্যায়ে আমরা মাত্র একটি কিংবা দুটি পয়েন্ট যোগ করতে পেরেছি। এখনও লীগের অনেক ম্যাচ বাকি। যে কোন কিছুই হতে পারে। আমরা অবশ্য এ জন্য নিজেদের পারফর্মেন্সের ওপর গুরুত্ব দিচ্ছি। শিরোপার জন্য আমরা মুখিয়ে আছি এবং এ জন্যই আমরা মাঠে নামি। লা লিগাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী লীগ আখ্যা দিয়ে নেইমার বলেন, আমি মনে করি, স্প্যানিশ লীগই বর্তমানে বিশ্বের সেরা লীগ। ব্যাখ্যা দিয়ে নেইমার বলেন, স্প্যানিশ ক্লাবগুলো গত তিন বছরে সব আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে। এমনকি বিগত কয়েক বছরের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যেই সীমাবদ্ধ আছে। তাছাড়া সেভিয়া ইউয়েফা ইউরোপা লীগে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের অন্যান্য লীগেও বিশ্বসেরা খেলোয়াড়রা রয়েছেন। আমি বিশ্বাস করি, স্পেন সবচেয়ে সেরা।
×